‘মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের আহ্বান’

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ সোমবার বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন আয়োজিত ‘মি. ঢাকা শরীর গঠন প্রতিযোগিতা- ২০১৭’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
মাদককে দেশের জন্য একটি অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করে এর প্রতিরোধে বেশি বেশি সাংস্কৃতিক চর্চা, শরীর চর্চাসহ সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রহণের উপর গুরুত্বারোপ করেন মেয়র।
সাঈদ খোকন বলেন, শুধু আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী দিয়ে মাদকের প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা।
ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হাসান আলোর সভাপতিত্বে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে সেলিম আল মাহমুদ স্মরণে দুদিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, আবু আহমেদ মান্নাফী, ড. আওলাদ হোসেন ও বডি বিল্ডার্স ফেডারেশনের জিএস নজরুল ইসলাম।
মেয়র সাঈদ খোকন কর্পোরেশন পরিচালিত শরীর চর্চা কেন্দ্রগুলোর সংস্কার, শরীর চর্চার প্রয়োজনীয় উপকরন প্রদান করার ঘোষণা দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন