মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
নেশার টাকার জন্য মা-বাবা ও ছোট বোনকে মারধরে অতিষ্ঠ হয়ে মো. ইমন উদ্দিন (২৪) নামে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন মা।
সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রাম থেকে সোমবার দুপুরে তাকে আটক করে পুলিশ।
এ সময় তার কাছ থেকে তিন পুরিয়া গাঁজা পাওয়া যায়। পরে ইমন উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল্লাহ আল মামুন তালুকদার সোমবার বিকেলে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ইমন সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের খাইরুল মিয়ার ছেলে। ইমন উদ্দিন ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, নেশার টাকার জন্য ইমন তার মা-বাবাসহ ছোট বোনদের মারপিট করত। পরে বাধ্য হয়ে তার মা মোছা. মরিয়ম বেগম গত ১০ মার্চ সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেন। এরপর রবিবার রাতেও ইমন নেশার টাকার জন্য তার মাকে মারধর করার চেষ্টা করে। অভিযোগের প্রেক্ষিতে ইমনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইমনের মা মোছা. মরিয়ম বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে ইমন মাদকাসক্ত। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু সে কোনো কথাই শোনে না। উল্টো মারধর করে। এ কারণে বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করেছি’।
এই সংক্রান্ত আরো সংবাদ
কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দেশে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দের ঘটনায়বিস্তারিত পড়ুন
শপথ করছি, মাদক ছোঁব না
মাইকে ঘোষণা হলো ‘এখন মাদকের বিরুদ্ধে আমরা শপথ নেবো’। শপথবিস্তারিত পড়ুন
ক্ষতি বছরে ১ লাখ কোটি ডলারঃ ধুমপানের পিছনে
ধুমপানে প্রতি বছর বিশ্ব অর্থনীতির ক্ষতি হয় এক ট্রিলিয়ন বাবিস্তারিত পড়ুন