মাদক ব্যবসায়ীদের হামলায় এএসআইসহ আহত ২
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের এক এএসআইসহ দুইজন আহত হয়েছেন।
আহতরা হলেন, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এএসআই মতিয়ার রহমান (৪৩) ও পার্বতীপুর উপজেলার গুলশাননগর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।
সোমবার সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির মহেষপুর নছরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, মহেষপুর নছরপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু ও আইয়ুব আলীর ছেলে রাশেদুল ওরফে বাশেদুল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দিনাজপুরের পরিদর্শক গোলাম রব্বানী জানান, উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে শিবনগরের মহেষপুরে মাদকবিরোধী অভিযান চালানো হয়।
এ সময় মাদক ব্যবসায়ী আব্দুল লতিবের ছেলে আবু ও আইয়ুব আলীর ছেলে রাশেদুল ধারাল অস্ত্র দিয়ে পুলিশের এএসআই মতিয়ার রহমান ও শরিফুল ইসলামের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। পরে আবু ও রাশেদুলের বাড়ি তল্লাশি করে ৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দিনাজপুরের পরিদর্শক গোলাম রব্বানী এবং এসআই আব্দুল মান্নান বাদী হয়ে ফুলবাড়ী থানায় পৃথক দুটি মামলা করেছেন।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম হাবিব হামলা ও মামলার বিষয় নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!
আবু রায়হান মিকাঈল: কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়েবিস্তারিত পড়ুন
দিনাজপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১
দিনাজপুরের খানসামায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এবিস্তারিত পড়ুন
মৃতের সংখ্যা বেড়ে ১৪ঃ দিনাজপুরে বয়লার বিস্ফোরণে
দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতেবিস্তারিত পড়ুন