মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

রাজশাহীর চারঘাটে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে দায়েরকৃত মামলার প্রধান আসামি ও মাদক ব্যবসায়ী আফজাল হোসেনের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার রাওথা এলাকায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় কবুতর রাখা বাক্সের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় আজ দুপুরে এএসআই আব্দুর রহিম বাদী হয়ে আফজাল হোসেনকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
এর আগে গত ১০ মার্চ সকালে উপজেলার রাওথা এলাকার আব্দুর রহমানের বাড়িতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে দুই যুবক আহত হয়। পরে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এএসআই বজলুর রশিদ মাদক ব্যবসায়ী আফজাল হোসেনকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে রোববার গভীর রাতে আফজালের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন

বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন

পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন