মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যু!
রাজধানীর মতিঝিলে জামিলা দারুল উলুম মাদরাসার এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে মাদরাসার মসজিদ থেকে আব্দুর রহমান (১৮) নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
আব্দুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার তালগাছী গ্রামের নুরুল হকের ছেলে। সে ওই মাদরাসার অস্টম শ্রেণির ছাত্র ছিল।
মাদরাসার শিক্ষক হাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে কয়েকজন ছাত্র মাদরাসার মসজিদের তৃতীয় তলায় পড়ালেখা করছিল। রাত ১২টার পরে ছাত্ররা যে যার রুমে চলে যায়।
তিনি জানান, ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে আব্দুর রহমানকে সেখানে ঘুমিয়ে থাকতে দেখা যায়। ডাকাডাকিতে তার ঘুম না ভাঙায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেকের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা: সৈয়দ আমজাদ আলী জানান, ওই মাদরাসাছাত্রের মৃত নিশ্চিত জেনেই শিক্ষকরা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু এখানে আসার পর তারা বলেন, আব্দুর রহমান শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছে।
শিক্ষকদের মিথ্যা তথ্যের কারণে ওই মাদরাসাছাত্রের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন