রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মাদারীপুরের এসপিসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রুল

রাজৈর উপজেলায় সরকারি গাছ চুরির অভিযোগে দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তার না করায় মাদারীপুর জেলা পুলিশ সুপারসহ (এসপি) চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। অন্য তিন পুলিশ কর্মকর্তা হলেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ওই থানার দুই সহকারী উপপরিদর্শক (এএসআই)।

চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তাঁরা সরকারি গাছ কাটার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাজৈর উপজেলার আড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাসসহ আসামিদের গ্রেপ্তারে ব্যবস্থা নেননি।

রুলে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। জনপ্রশাসনসচিব, স্বরাষ্ট্রসচিব ও পুলিশ মহাপরিদর্শককে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ ছাড়া আসামিদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন আদালত।

সম্পূরক এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই রুল জারি করেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম, কাজী রিয়াজুর রহমান খান ও ব্যারিস্টার এ বি এম সিদ্দিকুর রহমান খান।

ব্যারিস্টার এ বি এম সিদ্দিকুর রহমান খান সাংবাদিকদের বলেন, ২০১১ সালে ঢাকার হাকিম আদালতে করা এক মামলায়ও বিধান বিশ্বাসকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। তা ছাড়া আসামিদের যাঁরা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। নির্দেশ বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন আগামী ১০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

আইনজীবী আরো জানান, চলতি বছর ১ সেপ্টেম্বর রাজৈর থানায় গাছ চুরির অভিযোগে তিনটি মামলা হয়। এর আগে ২০১১ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে প্রতারণার একটি মামলা হয়। ২০১৪ সালে প্রতারণায় মামলায় বিধান বিশ্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম। সেই থেকে এই মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তিনি পলাতক রয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল