‘মানতেই পারছি না, আমার প্রেমিকা কুমারী নয়!’
দীর্ঘদিন থেকেই দু’জনেই দু’জনকে খুব ভালোবাসে। কিন্তু সম্প্রতি মেয়েটির একটি কথায় বড়সড় ফাটল দেখা দিয়েছে সম্পর্কে। ছেলেটি জানতে পেরেছে, তার প্রেমিকার অতীত প্রেমিকের সঙ্গে শারীরিক মিলন হয়েছিল। তা শুনেই ছেলেটি মানসিক ভাবে ভেঙে পড়েছে। সে এখন কী করবে, বুঝতে পারছে না।
ছেলেটি বলছে, ‘আমি ক্রমেই দুর্বল হয়ে পড়ছি। ভাবতেই পারছি না, আমার গার্লফ্রেন্ড ভার্জিন নয়। আমার বাড়িতে জানতে পারলে, চূড়ান্ত অশান্তি হবে।’
সম্প্রতি এই সমস্যা নিয়ে টাইমস অফ ইন্ডিয়া-র [email protected]এ একটি মেইল আসে।
ভেবে দেখুন, এই ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হচ্ছেন বর্তমানের অনেক প্রেমিক-যুগল। অতীতে ফেলে আসা কোনও দুর্বল মুহূর্তের জন্য এক লহমায় ভেঙে যাচ্ছে সুন্দর একটি সম্পর্ক। সঠিক পরামর্শের অভাবে সব শেষ হয়ে যাচ্ছে কয়েক মিনিটের মধ্যে।
এ বিষয় ভারতীয় মনোবিদ রচনা কে সিং এর পরামর্শ, ‘আমি বুঝতে পারছি আপনি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাও বলব, আপনার গার্লফ্রেন্ডের সততা ও স্বচ্ছতাকে আমি কুর্নিশ না করে পারছি না, কারণ তিনি আপনার কাছে কিছু লুকিয়ে রাখেননি। দয়া করে নিজের অতীত সম্পর্কগুলি একবার ভাবুন। হতেই পারে সেই সম্পর্কগুলিতে আপনার ক্ষেত্রেও এমন কিছু ঘটেছিল, যা আপনার গার্লফ্রেন্ডের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তখন কিন্তু আপনার গার্লফ্রেন্ড আপনার জীবনের অংশ ছিল না। সুতরাং অতীতে আপনি কী করেছেন, সেই প্রশ্ন করার জায়গায় কিন্তু আপনার গার্লফ্রেন্ড নেই। একই ভাবে তার অতীত নিয়েও আপনার প্রশ্ন করা অনুচিত।’
তিনি বলেন, ‘একটা বিষয় বোঝার চেষ্টা করুন, আপনি না বললে তো আপনার গার্লফ্রেন্ডের অতীত জানতে পারবে না আপনার বাড়ির লোক। একটি প্রাপ্তবয়স্ক সম্পর্কে কিছু কথা নিজেদের মধ্যেই রাখতে হয়। তাই ওসব চিন্তা বাদ দিন। সকলেরই অতীত থাকে আর অতীত আঁকড়ে ধরে তো আর বাঁচা সম্ভব নয়। বুদ্ধিমত্তার এটাই হবে যে, গার্লফ্রেন্ডকে উদার চিত্তে গ্রহম করুন, যিনি সত্। যদি আপনি সত্যিই তাকে ভালোবেসে থাকেন, অতীত তুচ্ছ।
এই সংক্রান্ত আরো সংবাদ


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন


সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন


অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন













