মানসম্মত শিক্ষার বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। সরকার সে ধরনের শিক্ষা অর্জনে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বাংলাদেশের প্রথম বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ২৪তম বর্ষপূর্তি এবং ‘আন্তর্জাতিক ফেলোশিপ দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, আমি আশা করি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সবার জন্য জ্ঞানার্জনের প্ল্যাটফরম তৈরি করতে পারবে। নব্বইয়ের দশকের দিকে উচ্চ শিক্ষার পর্যাপ্ত প্রতিষ্ঠান ছিল না। সেই সময়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবৃন্দ যে উদ্যোগ নিয়েছেন সে জন্য তাদের স্যালুট জানাই।
‘বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ সফল করার মূল কারিগর আপনাদের মতো সোনার ছেলে-মেয়েরা। আমরা আশা করি ২০৩০ সালে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে সক্ষম হব’— প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ১৯৯২ সালে তিনটি বিভাগে মাত্র ১৩৭ শিক্ষার্থী নিয়ে পথচলা শুরু করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এখন চারটি স্কুল এবং ১৬টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজারেরও বেশি। এর মধ্যে ১৪টি দেশের ১০০ এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। ১৩ বিদেশি (বেশিরভাগ যুক্তরাষ্ট্রের) শিক্ষকসহ মোট শিক্ষক আছেন সাতশ জন। বিশ্ববিদ্যালয়টির ‘স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স’ ইতোমধ্যে আমেরিকার এক্রিডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুল এন্ড প্রোগ্রামস (এসিবিএসপি)-এর স্বীকৃতি পেয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন