শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মানুষের চামড়ায় তৈরি হচ্ছে পার্স, বেল্ট। কী বলছে সংস্থা?

মানুষের পিঠ ও পেটের চামড়াই যে এই সব পণ্য তৈরির জন্য সর্বোৎকৃষ্ট, তা-ও জানাচ্ছে সংস্থা।

ছাগল বা গরুর চামড়া তো মামুলি ব্যাপার, কুমির-গন্ডারের কথাও জানা আছে। কিন্তু মানুষের চামড়া দিয়ে তৈরি হতে পারে বেল্ট বা পার্স-এর মতো পণ্য, একথা এই একুশ শতকে বসে বিশ্বাস করতে গেলে হেঁচকি উঠতে বাধ্য।

না, বোর্নিও বা আমাজনের গহীন অরণ্য নয়, খোদ যুক্তরাজ্যের বুকেই তৈরি হয় মানুষের চর্মজাত প্রোডাক্ট। এবং ‘হিউম্যানলেদার ডট কো ডট ইউকে’ নামের প্রস্তুতকারক সংস্থাটি গৌরবের সঙ্গেই তাদের বিজ্ঞাপন প্রকাশ করে, রীতিমতো পেশাদারি কেতায় তাদের বিপণনের ওয়েবসাইট চালায়।

সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, অন্যান্য জন্তুর চামড়ার মতোই তাঁরা ব্যবহার করেন মানুষের চামড়াকে। যথাযথ ট্যানিংয়ের পরেই তাঁরা ব্যবহার করেন মানব-ত্বক। মানুষের চামড়া যে সর্বোচ্চ মানের গ্রেন লেদার, সেকথা তাঁরা গর্বের সঙ্গে বলেন।

এর পরেই প্রশ্ন আসে, এই চামড়া তাঁরা জোগাড় করেন কোথা থেকে। এ ব্যাপারেও স্পষ্ট জবাব রয়েছে সংস্থার তরফে। তাঁরা জানিয়েছেন, যে সব ব্যক্তি মৃ্ত্যুর আগে ত্বক দানের কথা ইচ্ছাপত্রে বলে য়ান, তাঁদের চামড়া থেকেই তৈরি হয় এই সব সামগ্রী।

পিঠ ও পেটের চামড়াই যে এই সব পণ্য তৈরির জন্য সর্বোৎকৃষ্ট, তা-ও জানাচ্ছে সংস্থা। তাঁদের বক্তব্য, মানুষের চামড়ার এ ধরনের ব্যবহার অতীতেও ছিল। এককালে অ্যানাটমির বই মানুষের চামড়া দিয়েই বাঁধানো হতো।

মানুষের চামড়ায় পণ্য তৈরি কিন্তু বেআইনি নয়। কারণ জীবন্ত মানুষের গা থেকে তো আর ছাল ছাড়িয়ে নেওয়া হচ্ছে না! তবে মানব-চামড়ার পণ্য বেশ দামি জিনিস। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা খুব কম পরিমাণেই এই সব পণ্য তৈরি করেন। কারণ তাঁরা জানেন, মানুষের চামড়ায় তৈরি বেল্ট পরতে অথবা মানিব্যাগ ব্যবহার করতে খুব কম মানুষই রাজি হন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ