মান্নার মুক্তি দাবি ৯০-এর ছাত্রনেতাদের

ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি জানিয়েছে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতারা।
মঙ্গলবার ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান সাবেক ছাত্রনেতারা।
বিবৃতিতে তারা বলেন, দীর্ঘদিন ধরে মিথ্যা ও বানোয়াট অজুহাতে সাবেক ছাত্রনেতা মান্নাকে কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি গুরুতর অসুস্থ।
মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে বর্তমান সরকার একদলীয় শাসন চালিয়ে যাচ্ছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, “ভিন্নমত প্রকাশ করলেই সরকারের রোষানলে পড়ে কারাগারে যেতে হয়। ভিন্নমত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ হলে পরিণাম শুভ হয় না, ইতিহাস তাই সাক্ষ্য দেয়। আমরা মাহমুদুর রহমান মান্নাকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখার নিন্দা ও প্রতিবাদ জানান তারা।”
একই সঙ্গে অবিলম্বে তার সুকিচিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবি জানান তারা। বিবৃতিদাতারা হলেন, আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার লুৎফর রহমান, সালাউদ্দিন তরুন, আসাদুজ্জামান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন