শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মারাত্মক রোগের সামান্য ৯ লক্ষণে সতর্ক হোন সময় থাকতেই

দেহের প্রতিটি বিষয়ে নজর রাখা উচিত সবারই। এ লেখায় দেওয়া হলো দেহের কিছু অস্বাভাবিক লক্ষণ।

আপনি যদি এ ধরনের কোনো লক্ষণ দেখতে পান তাহলে দ্রুত সতর্ক হোন।

১. চোখের নিচে ডার্ক সার্কল
আপনার যদি চোখের নিচে ডার্ক সার্কল দেখা যায় তাহলে সতর্ক হোন। এটি হতে পারে আপনার পর্যাপ্ত ঘুমের অভাবে, যা আরও বহু সমস্যা তৈরি করতে পারে। এজন্য প্রতি রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুমাতে হবে। এছাড়া অ্যানেমিয়া ও এ ধরনের কোনো সমস্যার কারণেও হতে পারে এটি। মূলত রক্তের লোহিত কনা কমে গেলে এ ধরনের লক্ষণ দেখা যায়।

২. আঙুলের রং বদল
আপনার হাতের ও আঙুলের রং যদি প্রায়ই পরিবর্তিত হয় তাহলে সতর্ক হোন। কারণ এটি কোনো মারাত্মক স্বাস্থ্রগত সমস্যার কারণে হতে পারে। আর তাই এ সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

৩. ঝাপসা দৃষ্টি
বিভিন্ন সময়ে আপনার চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসা কোনো স্বাভাবিক বিষয় নয়। এমনকি এটি শুধু চোখের নয়, দেহের অন্য কোনো সমস্যার কারণেও হতে পারে। এছাড়া এটি কোনো মারাত্মক রোগের বা অসুস্থতার লক্ষণ হতে পারে। তাই এ ধরনের সমস্যা কোনোভাবেই হেলাফেলা করা যাবে না।

৪. চোখে বিন্দু দেখা
স্বাভাবিক দৃষ্টিশক্তিতে এমন কিছু আলো কিংবা বিন্দুর উপস্থিতি থাকবে না। কিন্তু আপনি যদি চোখের সামনে বা দৃষ্টিতে অযাচিত কোনো বিন্দু বা দাগ দেখতে পান তাহলে তা মোটেই ভালো লক্ষণ নয়। এগুলো যদি এক সপ্তাহের বেশি স্থায়ী হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।

৫. পেটে শব্দ
স্বাভাবিকভাবে খাবার হজমের সময় পেটে সামান্য শব্দ হতে পারে। কিন্তু এর একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। আপনার যদি পেটে অস্বাভাবিক শব্দ টের পান তাহলে সতর্ক হোন। এটি অন্ত্রের গুরুত্বপূর্ণ সমস্যার লক্ষণও হতে পারে।

৬. ত্বকের বহিরাংশ উঠে যাওয়া
ত্বকের বহিরাংশ উঠে যাওয়া স্বাভাবিক বিষয় নয়। আপনার যদি এমনটা হয় তাহলে সতর্ক হোন। সাধারণত ভিটামিনের অভাবে এমনটা হয়। তাই পুষ্টিকর ও ভিটামিনযুক্ত খাবার খান। যদি এতেও সমস্যা দূর না হয় তাহলে অন্য কোনো কারণের কথাও উড়িয়ে দেওয়া যায় না। তেমন ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।

৭. ঘ্রাণশক্তি লোপ
যে কোনো জিনিসের গন্ধ স্বাভাবিকভাবেই আমাদের নাক গ্রহণ করতে পারে। ঠাণ্ডা লাগলে কিংবা অন্য কোনো কারণে তা সাময়ীকভাবে বাধা পেতে পারে। তবে দৃশ্যমান কোনো কারণ ছাড়া যদি এমনটা হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এটি অন্য কোনো মারাত্মক সমস্যার কারণেও হতে পারে।

৮. চোখের অস্বাভাবিক পলক
স্বাভাবিকভাবে আমাদের চোখ কয়েক সেকেন্ড পর পর পলক ফেলে। আর আপনার চোখের এ পলক ফেলার বিষয়টি যদি হঠাৎ দীর্ঘায়িত হয়ে যায় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এটি আপনার নার্ভাস সিস্টেমের সমস্যার লক্ষণ।

৯. অস্বাভাবিক শব্দ শোনা
কানে অস্বাভাবিক শব্দ শোনার নানা কারণ থাকতে পারে। সময়মতো এর কারণ নির্ণয় করে চিকিৎসা করা না হলে সমস্যাটি পরবর্তীতে মারাত্মক রূপ ধারণ করতে পারে। আর তাই এ সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন

কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন

জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ

জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে একজনের মৃত্যু
  • কোন খাবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে
  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • ফুড সিস্টেম ড্যাশবোর্ড নীতিমালা প্রণয়ন ও গবেষণা কার্যক্রমকে সহজ করবে : খাদ্য সচিব
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বিশ্বের শক্তিশালী এমআরআই মেশিনে মস্তিষ্কের প্রথম চিত্র প্রকাশ
  • H5N1 ভাইরাস ছড়াচ্ছে, কোভিডের চাইতে 100 গুণ বেশি বিপজ্জনক
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়
  • তরমুজ খেলে কি সত্যিই ওজন কমে?