মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মার্কিন সেনাবাহিনীর এই ১০ অজানা তথ্য আপনাকে অবাক করে দিবে!

সামরিক খাতে বিপুল অর্থ বরাদ্দ করে প্রায় প্রত্যেক দেশই। ২০১৫-র বাজেট অনুসারে নিরাপত্তা খাতে ব্যয় নিরিখে বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। শক্তিশালী দেশগুলির মধ্যে আমেরিকা তালিকার শীর্ষে। তার পর চিন। আমেরিকা মোট জাতীয় আয়ের ২.৩ শতাংশ ব্যয় করেছিল গত বছর। যার পরিমাণ প্রায় ৫৯ হাজার ৭০০ কোটি ডলার। সেখানে ভারত ব্যয় করেছে মাত্র ৪ হাজার ৮০০ কোটি টাকা। শুধু নিজের দেশেই নয়, গোটা বিশ্বে নজরদারি চালাতে খরচের বহর আকাশচুম্বী। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, মার্কিন নিরাপত্তাবাহিনী নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।

মার্কিন সামরিক বাহিনীর বেস ক্যাম্প ১৫,৬৫৪ স্কোয়্যার মাইল জুড়ে বিস্তৃত। ওয়াশিংটন ডিসি, ম্যাসাচুসেট এবং নিউ জার্সিকে এক করলেও বড় হবে তাদের বেস ক্যাম্প।

২০৩৩ সাল পর্যন্ত প্রতি বছর আহত সেনার জন্য ৫৯ হাজার কোটি বিলিয়ন ডলার খরচ করবে হোয়াইট হাউস।

২০০৭ সালে ইরাক যুদ্ধের জন্য আমেরিকা ১১ হাজার কোটি ডলার খরচ করেছিল। বিশেষজ্ঞদের দাবি, ওই অর্থ প্রায় ২ লক্ষ ২০ হাজার শিক্ষককে মাইনে দিতে পারত মার্কিন সরকার।

এমনকী ইরাক যুদ্ধে এক জন মার্কিন সেনার পিছনে বছরে যে অর্থ খরচ করা হয়, তাতে ৬০টি মার্কিন পরিবার বছরভর আরামে তাঁদের সংসার চালিয়ে নিতে পারবেন।

২০০৮ সালে ইরাক যুদ্ধের জন্য পেন্টাগন প্রতি পাঁচ সেকেন্ডে যে অর্থ খরচ করেছিল, সেটা মার্কিন নাগরিকদের বাত্সরিক গড় আয়।

এক জন মার্কিন নাগরিকের আয়করের ৮০ শতাংশ অর্থ সামরিক বাহিনীর কাজে ব্যবহার করা হয়।

রেডিয়েশন এক্সপোজার কমপেনসেশন অ্যাক্ট অনুযায়ী মার্কিন সরকার ১৯৯৮ সালে ২ হাজার ৭০০ জন রেডিয়েশন আক্রান্ত কর্মীদের দিয়েছিল ২ কোটি ২৫ লক্ষ ডলার।

১৯৪০-১৯৯৬ সাল পর্যন্ত মার্কিন সরকার ৫ লক্ষ ৮০ কোটি (৫.৮ ট্রিলিয়ন) ডলার পারমাণবিক শক্তি খাতে খরচ করেছে।

যদি এই অর্থ আমেরিকার প্রত্যেক নাগরিককে দেওয়া হয় তা হলে জন প্রতি ২১ হাজার ডলার করে পেতেন।

অথবা এ ভাবেও বোঝানো যেতে পারে, প্রতি সেকেন্ডে এক ডলার করে গুনলে ১০ লক্ষ ডলার গুণতে সময় লাগবে ১২ দিন। ৩২ বছর সময় লাগবে ১০০ কোটি ডলার গুণতে। ১ লক্ষ কোটি গুণতে সময় লাগবে ৩১ হাজার ৭০৯ বছর। আর ৫ লক্ষ ৮০ কোটি ডলার গুণতে সময় লাগবে কত? ১,৮৪,৫৭৯ বছর। -অন্যদিগন্ত।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ