মালিঙ্গা বান্দারার নিষেধাজ্ঞা বহাল

মেলবোর্নের আঞ্চলিক, স্পিংভেল ক্রিকেট ক্লাব ব্যর্থ হয়েছে তাদের তারকা ক্রিকেটার ও সাবেক লঙ্কান লেগ স্পিনার মালিঙ্গা বান্দারাকে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরাতে। দুই ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় বান্দারা শনিবারের ফাইনালে অংশ নিতে পারছেন না।
ক্লাবটি আপ্রাণ চেষ্টা করে সাবেক এই টেস্ট ক্রিকেটারকে ফাইনালে খেলাতে। কিন্তু ভিক্টোরিয়ান সুপ্রিম কোর্ট তাদের এই আবেদন নাকচ করে দিয়ে উল্টো নিষেধজ্ঞা বহাল রাখার আদেশ দেয়।
এর আগে বৃহস্পতিবারে হেইঞ্জ জেলা দক্ষিণাঞ্চলের বিপক্ষে সেমিফাইনালে প্রতিপক্ষের ক্রিকেটারকে ব্যাট তুলে হুমকি দেয়ার অভিযোগ ওঠে। এরপর বৃহস্পতিবার রাতে দান্দেনং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ট্রাইবুনাল অভিযুক্ত মালিঙ্গা বান্দারাকে পরবর্তী দুই ম্যাচে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
এরপর আরোপিত নিষেধাজ্ঞাকাকে চ্যালেঞ্জ করে ক্লাবের পক্ষ থেকে সুপ্রীম কোর্টে রিট আবেদন করা হলে কোর্ট আবেদন নাকচ করে জেলা ক্রিকেট ট্রাইবুনালের সিদ্ধান্ত বহাল রাখেন।
অবশ্য স্পিংভেল ক্রিকেট ক্লাবের কর্মকর্তা টনি কুপার এই অভিযোগ অস্বীকার করে একটি বিবৃতি দেন। অন্যদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এই ঘটনায় অসন্তুষ্টি প্রকাশ করে ক্লাবের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে।
মালিঙ্গা বান্দারা শ্রীলঙ্কার হয়ে আটটি টেস্ট, ৩১ টি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১০ সালে অবসর নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন