মাশরাফিকে নিয়ে এত হইচই কেন? বুঝতে পারছেন না বিসিবি সভাপতি!
সারা ক্রিকেটবিশ্বে অনেক ক্রিকেটার টি-টোয়েন্টি থেকে অবসরে যান কিংবা বাদ পড়ে যান; তাদের নিয়ে হইচই হয়না। কিন্তু একজন মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে এত হইচই হচ্ছে কেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের নিয়ে অভিভাবকের মত দেশে ফেরার পর নাজমুল হাসান সাংবাদিকদের সামনে এমন বিস্ময় প্রকাশ করেন। একইসঙ্গে তিনি আবারও জোর দিয়ে বলেন, ম্যাশ অবসর নেয়নি; অধিনায়কত্ব ছেড়েছেন মাত্র!
বিসিবি সভাপতি বললেন, “আজ পর্যন্ত টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় কোনো খেলোয়াড়কে নিয়ে খুব একটা খবর-টবর দেখিনি।
বাংলাদেশেই দেখলাম টি-টোয়েন্টি থেকে অধিনায়ক চলে যাচ্ছে বলে হুলুস্থুল! অন্য দেশে টেস্ট ও ওয়ানডেতে বিদায় নিয়ে কথা হয়, কিন্তু টি-টোয়েন্টি থেকে এত কথা হয় না। ”
কোটি কোটি মানুষের প্রিয় মাশরাফি বিন মুর্তজার আকস্মিক অবসর ঘোষণায় সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে। বিদেশি মিডিয়াতেও গুরুত্বসহকারে স্থান করে নেয় খবরটি। এরপর থেকেই ম্যাশের অবসর ইস্যু আলোচনার হট টপিক। ফেসবুকে ঝড় বয়ে যাচ্ছে। ম্যাশকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন অনেকে। সবার প্রশ্ন একটাই- ইনজুরিতে জর্জরিত ম্যাশের বয়স হয়ে গেছে। আজ হোক কাল হোক তাকে ক্রিকেট ছাড়তেই হবে। কিন্তু অবসরের প্রক্রিয়াটা মেনে নিতে পারছেন না কেউ।
মাশরাফি তো ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন না। এখন তাকে বেশি বেশি ওয়ানডে খেলতে দেখা যাবে। এদিকে বিসিবি সভাপতির বক্তব্যে আরও ঘোলাটে হয়ে উঠেছে পরিস্থিতি। ম্যাশ আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার পরও বিসিবি সভাপতি কেন সেটাকে নাকচ করে দিচ্ছেন? যদি বিসিবি সভাপতির বক্তব্য সত্য হয়, তবে ভক্তরা আশায় বুক বাঁধতে পারেন। কিন্তু মুকুটবিহীন রাজা হয়ে আবারও কি ফিরবেন মাশরাফি?
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন