মাশরাফিকে নিয়ে বিশ্ব মিডিয়ায় ঝড়
বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্বের মাধ্যমে বদলে দেয়া মাশরাফির অবসর বিদেশী গণমাধ্যমগুলোতেও পাচ্ছে সমান গুরুত্ব! বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণায় থমকে গেছে পুরো বাংলাদেশ।
বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এখন হট টপিক মাশরাফি। তাকে নিয়ে বিশ্ব মিডিয়ায়ও ঝড়।
পিছিয়ে নেই বিদেশী গণমাধ্যমগুলোও, তাদের করা নিউজেও উঠে আসছে মাশরাফির অবসরের বিভিন্ন খুঁটিনাটি সংবাদ। বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্বের মাধ্যমে বদলে দেয়া মাশরাফির অবসর বিদেশী গণমাধ্যমগুলোতেও পাচ্ছে সমান গুরুত্ব!
ক্রিকেট বিষয়ক শীর্ষস্থানীয় ওয়েবসাইট ক্রিকইনফো তাঁদের সংবাদে শিরোনাম করে, ‘শ্রীলংকা সিরিজের পরই অবসর নিচ্ছেন মাশরাফি’। এর কিছুক্ষন পরেই ‘নতুন প্রজন্মকে সুযোগ দিতেই সরে দাঁড়িয়েছেন মাশরাফি’ শীর্ষক শিরোনামে তারা আরও একটি খবর প্রকাশ করে।
ভারতের অন্যতম দৈনিক ‘দ্যা হিন্দু’ তাদের শিরোনামে লিখেছে, ‘টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়লেন মাশরাফি মুর্তজা।’ এছাড়া দেশী এবং বিদেশী অসংখ্য ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে মাশরাফির অবসরের বিষয়টি। কেউ কেউ অবসরের পিছনে বোর্ডের চাপকেই কারন মানছেন, যদিও মাশরাফি তার বিবৃতিতে নতুনদের সুযোগ দেবার কথা বলেছেন, কিন্তু সেটা মানতে নারাজ বিশ্বের বেশিরভাগ গনমাধ্যম।
অনেক ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক ক্রিকেটারই বিস্ময় প্রকাশ করেছেন মাশরাফির এই আচমকা অবসরের সিদ্ধান্তে। মাশরাফি অবসর নিলেন নাকি বাধ্য করা হল
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন