মাশরাফিরা মাঠে

এশিয়া কাপ ফাইনাল পণ্ড হতে বসেছিল বৃষ্টির বাধায়। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, বৃষ্টি থামার পর অবশেষে শুরু হতে যাচ্ছে ব্যাট বলের লড়াই। মাঠেও নেমে পড়েছেন দুই দলের ক্রিকেটাররা। সাড়ে আটটায় মাঠ পরিদর্শনের পর খেলা শুরুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা।
এশিয়া কাপের শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখানোর প্রত্যয় দুই দলের ক্রিকেটারদের মধ্যে। তবে বৃষ্টি থামার পর মাঠে নেমে মাশরাফিরা অবশ্য খেলতে শুরু করেছেন ফুটবল। গা গরম করার জন্য এর চেয়ে ভালো আর কী-ই বা হতে পারে!
রাত সাড়ে ৮টায় আম্পায়াররা মাঠ পরিদর্শনে নামবেন। তখন খেলা উপযোগী হলে রাত সাড়ে ৯টায় শুরু হতে পারে, সে ক্ষেত্রে ১৩ ওভারের ম্যাচ হবে। আর রাত সাড়ে ১০টায় যদি শুরু হয়, সে ক্ষেত্রে খেলা হবে আট ওভার।
ম্যাচ রেফারির সিদ্ধান্ত অনুযায়ী রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত এই ম্যাচ শুরুর জন্য লঅপেক্ষা করা হবে। এরপর যদি খেলা শুরু না হয়, যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকে।
অবশ্য শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা বেশ ভালো। বৃষ্টির পানিতে স্টেডিয়াম ডুবে গেলেও, এখন পানি অনেকটাই নেমে গেছে। তবে আউট ফিল্ড এখনো বেশ খানিকটা ভিজে আছে।
এখন আম্পায়াররা মাঠ পরিদর্শনের পরই জানা যাবে কখন খেলা শুরু হবে, বা কত ওভারের ম্যাচ হবে। অবশ্য এর জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন