মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাশরাফির বলে লণ্ডভণ্ড ইংল্যান্ড শিবির

বাঁচা-মরার ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবতে পারছে না বাংলাদেশের ক্রিকেট প্রেমিরা। জয় নিয়ে ভাবছে টাইগাররাও। ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

২৩৯ রানের টার্গটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংলিশরা। ৩.৪ ওভারে টাইগার দলপতির বলে মোসাদ্দেকের তুলবন্দি হোন ইংলিশ ওপেনার জেমস ভিন্স।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইংরেজদের সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪ রান। ক্রিজে আছেন বেয়ার স্টোক (৫) ও স্টোকস (০)।

এর আগে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন মাহমুদুল্লাহ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে খুব ঠান্ডা মাথায় খেলছিল দুই ওপেনার তামিম-ইমরুল। কিন্তু ইনিংসের ৬.৫ ওভারে হারাতে হয় ইমরুলকে।

ক্রিস ওকসের শট বলের লোভ সামলাতে না পেরে ডিপ স্কয়ার লেগে তুলে দিলেন আকাশে। ডেভিড উইলিও ক্যাচের লোভ সামলাতে পারেননি। তুলাবন্দি করে নিলেন ইমরুলের ক্যাচ। ফলে ১৮ বলে মাত্র ১১ রান নিয়ে সাজঘরে ফিরতে হয় প্রথম ম্যাচে শতক পাওয়া এই ব্যাটসম্যানকে।

ক্রিস ওকসের একই ফাঁদে পা দিলেন তামিম ইকবালও। ওকসের শট বলে ক্যাচ তুলে মঈন আলীর তালুবন্দি হন তামিম। সাজঘরে ফেরার পূর্বে তার সংগ্রহ ৩১ বলে ১৪ রান।

তামিম-ইমরুলের বিদায়ের পর দলের ভরসা হিসেবে ছিলেন সাব্বির। কিন্তু ব্যার্থ হলেন তিনিও। গত ম্যাচে ৫ উইকেট নেওয়া তরুণ পেসার বলের বলে বোল্ড হয়ে মাত্র ৩ রান করে ফিরেন সাব্বির।
সাব্বিরে বিদায় বেশ ভালো জুটি বেঁধে ছিল মাহমুদউল্লাহ-মুশফিক। তবে সে জুটি ৫০ রানের বেশি গড়াতে পারলো না। মাত্র ২১ রানে আবারও বলের শিকার হতে হলো রান খরায় থাকায় মুশফিককে। বাউন্ডারি লাইনের কাছে মঈন আলির তালুবন্দী হন তিনি।

নিয়মিত বিরতিতে ব্যাটসম্যানরা যখন আসা-যাওয়ার মধ্যে মেতে তখনই তাদের দলে যোগ দিলেন সাকিব। প্রথম ম্যাচে ৭৯ রানের ঝড় ইনিংস খেলে এই অলরাউন্ডার আজ মাত্র ৩ রান করে ফিরেন। বেন স্টোকসের বলে জস বাটলারের গ্লাভস বন্দি হয়ে সাজঘরে যেতে হয় সাকিবকে।

দলের চরম ব্যাটিং বিপর্যয়ে এদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মাহমুদউল্লাহ। রাশিদ আলির বলে বোল্ড হওয়ার পূর্বে ৭৫ রানের দারুণ একটি ইনিংস উপহার দেন মাহমুদউল্লাহ। এছাড়াও সৈকত করেন ২৯ রান।

আর দলের প্রয়োজনে ফিরে আসা নাসির ২৭ রানে অপরাজিত থাকেন। জ্বলে উঠেন দলপতি মাশরাফি। দুর্দান্ত ম্যাচ খেলেন টাইগার অধিনায়ক। ২৯ বলে ৪৪ রানের ঝড় ইনিংস খেলেন মাশরাফি। ৩ ছয় ২ চারে সাজানো এই ইনিংসে রান আউটের শিকার হয়ে ফিরতে হয় তাকে।

ইংল্যান্ডের পক্ষের ওকস, রাশিদ ও বল নেন ২টি করে উইকেট এাড়াও স্টোকস নেন একটি। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে ১-০ তে এগিয়ে রয়েছে সফরকারিরা। আজ জিতলে তাদের সিরিজ নিশ্চিত হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি