মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাশরাফির বীরত্বে সমতায় বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জয়ের স্বপ্ন দেখিয়েও শেষ পর্যন্ত হেরেছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজে সমতা, এমন প্রত্যাশা নিয়েই ইংলিশদের মুখোমুখি হয় টাইগাররা।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৮ রান করেছে মাশরাফি বিন মুর্তজার দল।

২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৪ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। ফলে এই ম্যাচে ৩৪ রানে জিতে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে বাংলাদেশ।

ব্যাট হাতে শেষ মুহূর্তে ঝড়ের পর বল হাতে শুরুতেই ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন মাশরাফি। দলীয় ১২ রানের সময় মাশরাফির দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন ইংল্যান্ড ওপেনার জেমস ভিন্স (৫)।

মাশরাফির পর দ্বিতীয়বারের মতো মিরপুরের গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ তুলেন সাকিব আল হাসান। ওয়ানডাউনে নামা ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেটকে (০) সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান সাকিব।

নিজের চতুর্থ ওভারে টাইগার ক্রিকেট ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দেন মাশরাফি। এই ওভারের পঞ্চম বলে ইংলিশ ওপেনার জেসন রয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠান টাইগার অধিনায়ক।

ইনিংসের দশম ওভারে আবারও মাশরাফি চমক। নিজের পঞ্চম ওভারে বল করতে এসে আবারও খুনে চেহারায় মাশরাফি। ইংলিশদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান বেন স্টোকসকে সরাসরি বোল্ড করে প্যাভলিয়নে পাঠান তিনি।

এরপর ক্রিজে ভয়ংকর হয়ে উঠা বাটলার-বেয়ারস্টো জুটি ভাঙ্গেন তাসকিন। তার তৃতীয় ওভারের তৃতীয় বলে উইকেট রক্ষক মুশফিকুর রহিমের হাতে তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন বেয়ারস্টো। আউট হওয়ার আগে ৫৩ বলে ৩৫ রান করেন তিনি। সেই সঙ্গে বাটলারের সঙ্গে ৭৯ রানের জুটিতে ছেদ পড়ে।

ইনিংসের ২৭ তম ওভারে ইংলিশ তারকা ব্যাটসম্যান মঈন আলীকে ফেরান নাসির হোসেন। এরপর আক্রমনাত্মক হয়ে উঠা জস বাটলারকে ফিরিয়ে ইংলিশদের চাপে ফেলে দেন তাসকিন আহমেদ। ৫৭ রান নিয়ে ক্রিজে থাকা বাটলারকে এলবিডব্লিউ রিভিউ চ্যালেঞ্জে সাজঘরে ফেরান তাসকিন।

ক্রিস ওকসকে নিজের তৃতীয় শিকারে পরিণত করে ইংল্যান্ডকে আরও বেকায়দায় ফেলেন তাসকিন। তাসকিনের ষষ্ঠ ওভারের প্রথম বলেই মুশফিকের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন ওকস।

আরো পড়ুন : মাশরাফি ‘ঝড়ে’ বাংলাদেশের ২৩৮

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরিতে বাংলাদেশকে পথ দেখিয়েছিলেন ইমরুল কায়েস। সেই সঙ্গে ছিল সাকিব আল হাসানের ৭৯ রানের ঝোড়ো ইনিংস। কিন্তু আজ ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ আশির কোটাও ছুঁতে পারেননি বাংলাদেশি কেনো ব্যাটসম্যান।

মিরপুরে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় শুরু হয় ওপেনিং থেকেই। দলীয় ২৫ রানের সময়ই ব্যক্তিগত ১১ রান করে ওকসের বলে সাজঘরে ফেরেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস। এরপর দলের রানের সঙ্গে এক রান যোগ হতেই ১৪ রানে আউট হয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল।

ওপেনারদের ব্যর্থতার পর প্রতিরোধ গড়তে পারেননি ওয়ানডাউনে নামা সাব্বির রহমান। ব্যক্তিগত মাত্র ৩ রান করে গত ম্যাচে অভিষেক হওয়া জেইক বলের বলে বোল্ড হন তিনি। মিডলঅর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংসটি আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে। ৮৮ বল মোকাবেলায় ৬ চারে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৫ রান করেন তিনি।

তবে মাহমুদউল্লাহকে আর কেউ সেভাবে সার্পোট দিতে না পারায় অনেকটা চাপে পড়ে যায় বাংলাদেশ। মুশফিক হাল ধরতে গিয়েও ২১ রানে জ্যাক বলের শিকার হন। এরপর স্বপ্ন দেখিয়ে ২৯ রানে ফেরেন মোসাদ্দেকও।

তবে শেষ দিকে ক্রিজে ঝড় তুলে ৪৪ রানের দারুণ এক ইনিংসে বাংলাদেশকে সম্মানজনক একটি অবস্থানে নিয়ে যান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজ। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৮ রান তুলতে সক্ষম হয় টাইগাররা।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে