মাশরাফি-মাহমুদউল্লাহর ‘খুনসুটি’

এমন দৃশ্য সাধারণত খুব বেশি একটা দেখা যায় না। দুই অধিনায়কের একসঙ্গে সংবাদ সম্মেলনে আসা। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তা-ই হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ একই সঙ্গে সংবাদ সম্মেলনে এসেছেন, বসেছেন একই সঙ্গে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একসঙ্গে মাশরাফি-মাহমুদউল্লাহর উপস্থিতি এদিনের সংবাদ সম্মেলনে যোগ করেছে নতুন মাত্রা। মাঠে তাঁরা দুজন প্রতিপক্ষ থাকলেও এ সময় সব কিছু ভুলে যান। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার পাশাপাশি মজাও করেছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার।
ম্যাচের দ্বিতীয় ইনিংসের একাদশ ওভারে ব্যাটিংয়ে নেমে মাশরাফি দুটি ছক্কা হাঁকিয়েছেন মাহমুদউল্লাহর বলে। সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠতেই খুনসুটিতে মেতে ওঠেন দুই অধিনায়ক। এ প্রসঙ্গে মজা করে মাহমুদউল্লাহ বলেন, ‘এক ওভারে দুই ছক্কার কৃতিত্বটা মাশরাফি ভাইয়ের। উনি অনুশীলনেও আমাকে ভালো ছক্কা মারেন। আজকে মাঠে বলছিলাম, আমাকে বেশি মারবেন না!’
আর পাশে বসা মাশরাফি হেসে বলেন, ‘সে আমাকে বলেছিল, দুইটার বেশি ছক্কা মারবেন না। আমি তাঁর কথা রেখেছি। দুইটাই ছক্কা মেরেছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন