মাশরাফি-স্যামুয়েলসের ব্যাটে কুমিল্লার প্রথম জয়
মাশরাফি বিন মুর্তজা ও মারলন স্যামুয়েলসের দারুণ ব্যাটিংয়ে বিপিএলে নিজেদের প্রথম জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটে হারিয়েছে মাশরাফির দল।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করে চিটাগং। জবাবে শুরুটা বাজে হলেও মাশরাফি-স্যামুয়েলসের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ৭ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা।
চিটাগংয়ের দেওয়া ১৭৭ রানের লক্ষ্যে খেলতে শুরুটা মোটেই ভালো হয়নি কুমিল্লার। ১০ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস। দুটি উইকেটই নেন টুর্নামেন্টে দারুণ বোলিং করা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।
এরপর স্যামুয়েলসের সঙ্গে শুভাগত হোম প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দলীয় ৫৪ রানে শুভাগতও (৩০) সাজঘরে ফেরেন। ৫৪ রানে ৩ উইকেট হারানোর পরই স্যামুয়েলসের সঙ্গে দলের হাল ধরেন অধিনায়ক মাশরাফি।
দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন স্যামুয়েলস-মাশরাফি। শেষ পর্যন্ত চতুর্থ উইকেটে এই দুজনের ১২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। আমিরের বলে চার মেরে দলকে জয়ের আনন্দে ভাসান মাশরাফি।
টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ৫৬ রানে অপরাজিত থাকেন মাশরাফি। তার ৩২ বলের ঝোড়ো ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কার মার। স্যামুয়েলস ৫২ বলে ৮টি চার ও এক ছক্কায় ৬৯ রানে অপরাজিত ছিলেন।
এর আগে জিয়াউর রহমানের শেষ দিকের ঝোড়ো ব্যাটিংয়ে ১৭৬ রানের লড়াকু পুঁজি গড়েছিল চিটাগং। মাত্র ১৬ বলে ৩টি ছক্কা ও ২টি চারে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন জিয়াউর। এনামুল হক বিজয়ের ব্যাট থেকেও আসে অপরাজিত ৩৯ রান।
এ ছাড়া দুই ওপেনার তিলকরত্নে দিলশান ৩৬ ও তামিম ইকবাল ৩৩ রান করেন। ৪৩ বলে ৬৩ রানের উদ্বোধনী জুটিও গড়েন দুজন।
কুমিল্লার হয়ে আসহার জাইদি ২৯ রানের বিনিময়ে সর্বোচ্চ ২ উইকেট নেন। মাশরাফি ও সুনীল নারিনের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।
বল হাতে এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলা মাশরাফিই ম্যাচসেরার পুরস্কার জেতেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন