মাহফুজ আনামকে প্রধানমন্ত্রীর পুরস্কৃত করা উচিত: গয়েশ্বর

এক-এগারোর সময় আওয়ামী লীগের সফলতার পেছনে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামসহ আরও অনেক সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিকদের ভূমিকা থাকায় তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কৃত করা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে গয়েশ্বর রায় বলেন, ‘আপনি বলেছিলেন, এক-এগারোর সরকার আপনাদের আন্দোলনের ফসল। যদি তাই হয় তাহলে এক-এগারো সফলের ক্ষেত্রে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ আরও অনেক সংবাদপত্র ও সাংবাদিকের ভূমিকা আছে। আপনি তো তাদের পুরস্কৃত করতে পারেন। আর এসব পুরোনো বিষয় নিয়ে যদি ঝগড়া করেন, তাহলে দেশের জনগণ তো সব কথাই জেনে যাবে।’
তিনি আরো বলেন, ‘এক-এগারোর কারচুপি ও ষড়যন্ত্রের ফসল হলেন আপনি। কেননা, এক-এগারোর ষড়যন্ত্র না হলে আপনিও প্রধানমন্ত্রী হতেন না। সুতরাং আপনি বেনিফিসিয়ারি। ষড়যন্ত্রে আপনি যেহেতু বেনিফিসিয়ারি, সুতরাং ওই ষড়যন্ত্রের সঙ্গে আপনার কোনো ধরনের সম্পৃক্ততা নেই-এমন কথা কারো কাছে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, ‘এক-এগারোর ষড়যন্ত্রে মতিউর রহমান ও মাহফুজ আনামের সঙ্গে একাত্ম হয়েছিল আপনাদের (আওয়ামী লীগ) কিছু লোকও, যারা আপনার আশপাশের মন্ত্রী-এমপি। তাহলে তারা কেন ষড়যন্ত্রকারী না? তাহলে কি ওই ষড়যন্ত্র নাটক ছিল, আপনাদের পাতানো খেলা ছিল?’
বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবেই এমন দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে দলের এই বিএনপি নেতা বলেন, ‘বিএনপি ২০১৩ সালে কাউন্সিলের শতভাগ প্রস্তুতি নিয়েছিল। কিন্তু কাউন্সিলের ঠিক আগেই হাসিনা বাহিনী বিএনপির পার্টি অফিসে হানা দিয়ে ১৫৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়। এবার ১৫৬ কেন, ১ হাজার ৫৬ জনকে গ্রেফতার করা হলেও কাউন্সিল হবে। তাই কাউন্সিল নিয়ে টালবাহানা করবেন না। অবিলম্বে কাউন্সিলের অনুমতি দিন।’
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান শিশিরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন