মায়ের কষ্ট দেখে অসম্ভব কাজকে সম্ভব করলেন পুত্র
দূর থেকে মা’র পানি আনতে কষ্ট হয়৷ এমন হলে আপনি কী করতেন? নিজে কয়েক মাইল হেঁটে জল নিয়ে আসতেন? হয়তো এমনটাই ভাবছেন৷ আমার, আপনার সাধারণ ভাবনায় এই সমস্যার সমাধান অন্তত এমনটাই হতে পারত৷ কিন্তু ১৭ বছরের পবন কুমার কিন্তু অন্য কিছুই ভাবলেন তার মা’র সুবিধার জন্য৷ পুরো একটা কুয়ো খুঁড়ে ফেললো নিজের বাড়ির সামনে৷
কর্ণাটকের সত্তিসারা গ্রামে জলকষ্টে ভুগছেন গ্রামবাসীরা৷ মধ্যবিত্ত পরিবারগুলি নিজেদের বাড়িতে শ্রমিক দিয়ে কুয়ো খুঁড়িয়ে নিতে সমর্থ হলেও, আর্থিক অনটনে ভোগা এই পরিবারের পক্ষে শ্রমিকদের দিয়ে কুয়ো তৈরি করা ছিল অসম্ভব৷ আর প্রতিবেশীরাও এই দরিদ্র পরিবারকে পানি দিয়ে সাহায্য করার প্রয়োজন বোধ না করায় পবনের মা’কে কয়েক মাইল হেঁটে যেতে হত পানি আনতে৷
কিন্তু মা’র এই কষ্ট যেন চোখে দেখতে পারছিলেন না পবন৷ তাই নিজে দায়িত্ব নিয়ে একা হাতে ১০ দিনের মধ্যে ৫৫ ফুটের কুয়ো খুঁড়ে ফেলল সে৷ পানীয় জল বিশেষজ্ঞ’র পরামর্শ নিয়ে ৪৫ দিনের মধ্যে কুয়োর পানি পান করার যোগ্যও করে তুললো পবন৷ সত্যি! পবনের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে৷
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন