মায়ের চিকিৎসার টাকা যোগাতে মেয়ের দেহ বিক্রি!
মায়ের চিকিৎসার খরচ যোগাতে দেহ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন চীনা তরুণী কাও মেংআন। তিনি চীনের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছেন। তার ক্যান্সার আক্রান্ত মাকে সুস্থ করতে প্রায় ৪১ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা যোগাড়ের কোনো উপায় না থাকায় দেহ বিক্রিকে পন্থা হিসেবে বেছে নিয়েছেন কাও মেংআন।
দক্ষিণ চীনের গাওজোহো অঞ্চলে পরিবারের সাথে বসবাস করেন কাও। তার মা এখন দক্ষিণ চীনের একটি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্কিন ক্যান্সার আক্রান্ত। দ্রুত অপারেশন না করলে তাকে বাঁচানো সম্ভব হবে না। আর অপারেশন করতে প্রায় ৩ লাখ ৫০ হাজার ইউয়ান প্রয়োজন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪১ লাখ ১১ হাজার টাকা। এত টাকা তার গরিব পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়।
কাও মেংআনঅশ্রুসজল কাও মেংআন ও তার মা।
ইতিমধ্যে এক ব্যবসায়ী সেই তরুণীর বিজ্ঞাপনে সাড়া দিয়ে কাওয়ের সাথে যোগাযোগ করেছেন। ধারণা করা হচ্ছে, সে ব্যক্তিই তার মায়ের চিকিৎসার ব্যবস্থা করবেন। গোপনীয়তার জন্য সেই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
কাও মেংআন চীনের উইচ্যাট নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেহ বিক্রির বিজ্ঞাপন দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি আমাকে বিক্রি করতে চাচ্ছি। আমার বিশ্বাস, কোনো দয়ালু ব্যক্তি আমার দেহ কিনে নেবেন। আর তাহলেই আমি আমার মাকে অপারেশন করাতে পারব। যে ব্যক্তি আমার শরীর কিনে নেবেন তার সাথে আমি যেকোনো কিছু করতে রাজি আছি। সে আমাকে যা বলবে আমি তাই করব। আমি কথা দিচ্ছি, আমার কথার কোনো নড়চড় করব না। আমি আমার সম্পর্কে যা কিছু বলেছি সবই সত্য। যে বেশি টাকা দেবে আমি তার কাছেই আমার শরীর বিক্রি করব।’
কাও মেংআনের পারিবারিক অবস্থা খুবই খারাপ। তারা পাঁচ ভাইবোন। কাও সবার বড়। তার বৃদ্ধ বাবাও অসুস্থ। মা ক্যান্সারে আক্রান্ত। তিনিই তার পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
অর্থের অভাবে লেখাপড়াও বেশি করতে পারেননি কাও মেংআন। এখন তিনি একটি কারখানায় দিন মজুরের কাজ করেন। সেখান থেকে মাসে মাত্র ১ হাজার ইউয়ান বা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার টাকা পান। এই সামান্য বেতনে এত বড় সংসার ভালোভাবে চলে না। তার উপর আবার মায়ের চিকিৎসার খরচ, সব মিলিয়ে অর্থনৈতিক সমস্যায় পড়েছেন তিনি।
বিজ্ঞাপনটি প্রকাশ হওয়ার পরই হাজার হাজার ইউজার সেখানে কমেন্ট করেছেন। কেউ তাকে বাহবা দিয়েছেন আবার কেউ তার সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
কাও মেংআনকাও মেংআন জানান, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার দেহ কিনে নেন, তাহলে তিনি তার মায়ের চিকিৎসা করাতে পারবেন।
এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, ‘তিনি ঠিকই করেছেন। তার জায়গায় আমি হলে আমিও তাই করতাম।’
আরেক ইউজার লিখেছেন, ‘যদিও তার কোনো উপায় নেই, তবুও এসব কর্মকাণ্ডকে উৎসাহ দেওয়া আমাদের উচিত না।’
কাও মেংআনের পারিবারিক অবস্থা সম্পর্কে চীনের এক দাতা সংস্থার প্রতিষ্ঠাতা বলেন, ‘কাও মেংআনের ঘটনা খুবই সত্য। এ ব্যাপারে তিনি খুবই অসহায়। কারণ তার পরিবার খুবই গরিব।’
হুয়াং নামের এক এনজিওকর্মী জানান, গত ৬ নভেম্বর কাও মেংআনের মাকে দেখতে তিনি হাসপাতালে গিয়েছিলেন। এক ব্যবসায়ী তার মায়ের সমস্ত খচর বহন করতে রাজি হয়েছেন। তবে কোন শর্তে রাজি হয়েছেন বিস্তারিত বলেননি তিনি।
হুয়াং বলেন, ‘তার মায়ের অপারেশনের খরচ যোগাড় হয়েছে। এখন তাকে আর কোনো কিছু বিক্রি করতে হচ্ছে না।’ শিগগিরই তার মায়ের অপারেশনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন