মায়ের পরকীয়ার বলি শিশু রিয়াদ
নারায়ণগঞ্জে মায়ের পরকীয়ার কারণে নিজের জীবন দিয়ে মূল্য দিতে হলো মো. ইসমাইল হোসেন রিয়াদ (১১) নামে এক শিশুকে। নূর মোহাম্মদ নামে এক কবিরাজের সঙ্গে পরকীয়ার সম্পর্কের জের ধরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেয়া হয়।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিশুটির মা রেখা বেগম।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান স্বীকারোক্তির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রিয়াদ আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ঈদবারদী গ্রামের গাড়ি চালক মো. ফিরোজ ভূঁইয়ার ছেলে এবং একই এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই রাজিউল্লাহ জানান, কবিরাজ নূর মোহাম্মদের সঙ্গে রেখা বেগমের দীর্ঘদিনের পরকীয়া প্রেম ছিল। এর মধ্যে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিলে সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে রেখা বেগম কবিরাজ নূর মোহাম্মদের সঙ্গে সম্পর্ক রাখবে না বলেও জানিয়ে দেন। তবে নূর মোহাম্মদ তার ছেলে রিয়াদকে হত্যার হুমকি দিয়ে ফের সম্পর্ক স্থাপন করেন।
তিনি আর জানান, এক পর্যায়ে আবারও মনোমালিন্য দেখা দিলে রেখা বেগম সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানান। এতে নূর মোহাম্মদ ক্ষুব্দ হয়ে রিয়াদকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেন। হত্যার বিষয়টি শিশুটির মা রেখা বেগমও জানতেন।
উল্ল্যেক, ২০১৫ সালের ১১ ডিসেম্বর ভোর ৬টায় আড়াইহাজারে মক্তবে আরবি পড়তে বাড়ি থেকে বের হয় স্কুলছাত্র মো. ইসমাইল হোসেন রিয়াদ। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ঘটনার তিন দিন পর ১৪ ডিসেম্বর এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ১৬ ডিসেম্বর দুপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৯ ডিসেম্বর নুর মোহাম্মদ ও ২৭ ডিসেম্বর শিশুটির মাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন