মায়ের লাশ মাথায় নিয়ে শ্মশানে মেয়েরা
দানা মাঝির স্ত্রীর লাশ বহনের এক মাসের মাথায় ভারত সোমবার (২৬ সেপ্টেম্বর) এবার ভিন্ন কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইতিহাসে নাম লিখিয়েছে। দানা মাঝির মতো দরিদ্র ভারতের কান্নার খবর আবারও উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমে।
ভারতের কালাহান্ডি জেলায় এবার বৃদ্ধা মায়ের দেহ মাথায় নিয়ে শ্মশানে নিয়ে গেছেন তার মেয়েরা।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, মৃত বিধবার চার মেয়েই তার লাশটিকে বহন করে শ্মশান পর্যন্ত নিয়ে যায়। এ সময় আশপাশের কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসেনি।
অর্থের অভাব আর মানুষের অসহযোগিতার যোগফল অসহায়তা। নিরুপায় হয়েই বৃদ্ধা মায়ের দেহ মাথায় নিয়ে হেঁটে শ্মশানে গেলেন মেয়েরা।
কালাহান্ডি জেলার গোলামুন্ডা ব্লকের ডোকরিপাড়া গ্রামের বাসিন্দা চার বোন ও তাদের বৃদ্ধা মা। ভিক্ষা করেই চলত তাদের দিন। বেশ কয়েক বছর রোগভোগের পরে শুক্রবার মারা যান সত্যপতি নামে ওই বৃদ্ধা।
তার মৃত্যুর পরে দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য অনেকের কাছেই সাহায্য চেয়েছিলেন বৃদ্ধার মেয়েরা। কিন্তু, অভিযোগ- সাহায্যের হাত বাড়িয়ে দেননি কেউই। উপায় না দেখে খাটিয়া উলটে তাতে দেহটিকে শুইয়ে রেখে মাথায় তুলে নেন তারা। এরপর হাঁটতে থাকেন সোজা শ্মশানের দিকে।
পরিবারটির আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, সৎকারের জন্য প্রয়োজনীয় কাঠও কেনার সামর্থ্য ছিল না সত্যপতির মেয়েদের। তাই নিরূপায় হয়ে ঘরের চাল থেকেই কাঠ খুলে নিয়ে মায়ের দেহ সৎকার করেন তারা।
স্থানীয় এক যুবক চার নারীকে মায়ের লাশ বহন করার চিত্রটি ধারণ করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা আবার সাড়া ফেলে দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন