মায়ের সঙ্গে কথা বলেই গায়ে আগুন
ভারতের হায়দরাবাদের শ্রী চৈতন্য কলেজের ছাত্রী সাথভিকা (১৬)। গতকাল মঙ্গলবার সকালে অন্য সহপাঠীদের সঙ্গে যথারীতি ক্লাস করছিল সে। এর পর দুপুর সাড়ে ১২টার পর টিফিনের সময় হোস্টেলে নিজের কক্ষে গিয়ে মায়ের সঙ্গে কথা বলে সে। এর কয়েক মিনিট পরই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে এই কলেজছাত্রী।
পুলিশের ভাষ্য, ওই কলেজছাত্রী কোনো ‘সুইসাইড নোট’ লিখে যায়নি। সে মায়ের সঙ্গে হোস্টেল ছাড়ার কথা বলেছিল।
পুলিশ জানায়, টিফিন শেষে দেড়টার দিকে কলেজের শিক্ষার্থীরা হোস্টেল থেকে ফেরার পথে চতুর্থ চলায় আগুন জ্বলছে দেখে। বিষয়টি তারা হোস্টেল কর্তৃপক্ষকে জানায়।
খবর পেয়ে হোস্টেলের দায়িত্বে থাকা লোকজন সাথভিকার কক্ষে আগুন জ্বলতে দেখেন।
হায়দরাবাদের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এন বুজঙ্গ রাও বলেন, ‘সে (কলেজছাত্রী) পেট্রল, কেরোসিন নাকি সুগন্ধি ব্যবহার করেছিল, তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না।
স্কুলের কর্তাব্যক্তিরা আগুন নেভানোর পরও কক্ষটি পুড়ছিল। পরবর্তী তদন্তের জন্য আমরা মৃতদেহ ও ছাই থেকে নমুনা নিয়েছি।’
আরেক পুলিশ কর্মকর্তা বলেন, ‘সে মাকে কল করেছিল। সে হোস্টেলে থাকতে চায় না বলে মাকে জানিয়েছিল।’
সাথভিকার আত্মহত্যায় তাঁর কৃষক মা-বাবা হতভম্ব হয়ে গেছে। বিস্মিত হয়েছে তার বন্ধু-বান্ধবও। কারণ, ক্লাসের সেরা কয়েকজনের মধ্যে ছিল সে।
তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদ জেলার সুপরিচিত বিশাখা পাবলিক স্কুল থেকে মাধ্যমিক পাস করে সাথভিকা। এরপর চলতি বছরের শুরুতে সে শ্রী চৈতন্য কলেজে ভর্তি হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন