মায়ের হাতের রান্না খেলো সেই শিশুটি
দিনাজপুরে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটিকে সুস্থ করে তুলতে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে হাই প্রোটিন ডায়েট খেতে দেয়া হচ্ছে। নিয়ম করে প্রতিদিন দুটি ডিম, মাছ, মাংস ও বিদেশি দামি কৌটার গুঁড়োদুধ খাওয়ানো হচ্ছে। কিন্তু হঠাৎ করে দুদিন আগে শিশুটি এসব খাবার খেতে অস্বীকৃতি জানায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) কো-অর্ডিনেটর বিলকিস বেগম মঙ্গলবার সন্ধ্যায় বলেন, প্রথমে ভাবলাম ভয়ঙ্কর ‘সেই ঘটনা’ মনে করে হয়তো সে খাবার খেতে অস্বীকৃতি জানাচ্ছে। তবে কারণ জিজ্ঞাসা করলে শিশুটি জানায়, মায়ের হাতে রান্না করা খাবার খেতে খুব মন চাইছে।
মেয়েটির মা ওসিসিতে থাকায় সহজেই এ ইচ্ছা পূরণ করেন বিলকিস বেগম। মায়ের হাতের রান্না করা ভাত ও সবজি শিশুটি তৃপ্তি করে খেয়েছে বলেও জানান তিনি।
বিলকিস বেগম আরো জানান, শিশুটির শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। তার চিকিৎসার্থে গঠিত ৯ সদস্যের মেডিকেল বোর্ড আজ (মঙ্গলবার) শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে। এছাড়া শিশুটির ওজন মাত্র ১৫ কেজি। ধর্ষণের ফলে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় শরীরে রক্তের প্লাজমার ঘাটতি দেখা দিয়েছে।
মেডিকেল বোর্ডের সদস্যরা শিশুটির শরীরে অল্প অল্প প্লাজমা দেয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া কিছু ওষুধও পরিবর্তন করে দেয়া হয় বলে জানান ওসিসির কো-অর্ডিনেটর ও মেডিকেল বোর্ডের এই সদস্য।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন