মা’র মৃত্যুতেও ছুটি নেই, হেঁটে ১ হাজার কিলোমিটার!
জীবিকার তাগিদে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি থেকে দুবাইয়ে পাড়ি দিয়েছিলেন জগন্নাথন সেলভারাজ। কিন্তু কাজ করতে গিয়ে কখন ক্রীতদাসে পরিণত হয়ে গেছেন, সেটা তিনি নিজেও জানেন না। মায়ের মৃত্যুর খবর আসার পর জগন্নাথনের মালিক তাঁকে দেশে যাওয়ার জন্য ছুটি দেননি। বাড়ি ফেরার আর্জি জানিয়ে জগন্নাথন দুবাইয়ের একটি লেবার কোর্টে মামলা করেন।
সেই মামলায় উপস্থিত থাকতে, জগন্নাথন হেঁটে দুবাইয়ের কার্মা জেলা থেকে সোনাপুর এলাকার পর্যন্ত রোজ হেঁটেই যাতায়াত করতেন। বাস ভাড়া দেয়ার পয়সাও তাঁর ছিল না। সেলভারাজের মামলা দু’বছর ধরে চলে। এই সময়ে হেঁটে যাতায়াত করতে গিয়ে তিনি অতিক্রম করে ফেলেছেন ১০০০ কিলোমিটারেও বেশি দূরত্ব। পাশাপাশি, তাঁকে একটি পার্কেও রাত কাটাতে হয়েছে। মঙ্গলবার স্থানীয় এক সংবাদ মাধ্যম তাঁর এই খবর প্রকাশ করায় প্রশাসন নড়েচড়ে বসে।
সূত্র: আজকাল
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন