মা-কে মারধর করে মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েকে ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুই যুবক

ভ্যান রিক্সা থেকে মেয়েকে জোর করে নামানোর চেষ্টা করলে মা সুলেখা দত্ত বাধা দেন। তখনই মাকে ধাক্কা দিয়ে ফেলে সুস্মিতাকে জোর করে তুলে নিয়ে চলে যায় দুই যুবক।
মায়ের কাছ থেকে অসুস্থ মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থীকে ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুই যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বুড়োশিবতলা লেন এলাকায় ।
ঘটনার সূত্রপাত মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। শান্তিপুর শরৎ কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী সুস্মিতা দত্ত মায়ের সঙ্গে শান্তিপুর দুর্গামণি হাই স্কুলে ভ্যান রিক্সা করে পরীক্ষা দিতে যাচ্ছিল।
পরীক্ষা-হলে পৌঁছনোর আগেই শান্তিপুর বুড়োশিবতলা লেন এলাকায় বাইক নিয়ে চড়াও হয় দুই যুবক। ভ্যান রিক্সা থেকে মেয়েকে জোর করে নামানোর চেষ্টা করলে মা সুলেখা দত্ত বাধা দেন। তখনই মাকে মারধর করে ধাক্কা দিয়ে ফেলে মাধ্যমিক পরীক্ষার্থী সুস্মিতাকে জোর করে তুলে নিয়ে চলে যায় দুই যুবক।
দুই যুবকের নাম কার্তিক বিশ্বাস ও সোমেন দাস। চিৎকার চেঁচামেচি শুনে লোকজন পিছু নিলেও বাইক সওয়ারির কোনও সন্ধান পায়নি।
ঘটনার পরে শান্তিপুর থানায় সুস্মিতার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
সুস্মিতার মা জানান, ‘‘এর আগেও কার্তিক দু’বার সুস্মিতাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। পুলিশি হস্তক্ষেপে দু’বারই মেয়েকে ফেরত পেয়েছিলাম। দ্বিতীয় বারের যখন কার্তিক মেয়েকে নিয়ে পালিয়েছিল, মেয়ে ফোন করে বলে— মা আমাকে বাঁচাও। সেবারও ফেরত পেয়েছিলাম। আজ আবারও মেয়েকে নিয়ে পালাল।’’
তবে পুলিশ সূত্রে খবর, কার্তিক এলাকার সমাজবিরোধী হিসেবেই পরিচিত। কার্তিক বিবাহিত এবং তার এগারো বছরের একটি ছেলে রয়েছে। এর আগে গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিল কার্তিক। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে শান্তিপুর থানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন

প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন

আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন