মা-ছেলে হত্যার দায়ে দুইজনের ফাঁসি
জেলার আড়াইহাজারে মা ও ছেলে হত্যা মামলার রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও এক আসামিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবুল হোসেন ওরফে কসাই কাশেম ও দুলাল হোসেন। সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি বাবুল হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে আড়াইহাজার উপজেলার দড়িগাঁও এলাকায় অজ্ঞাত এক নারী ও তার ছয় বছরের ছেলেকে নিয়ে মানুষের কাছে সাহায্য প্রার্থী হয়। আসামিরা ওই সাহায্য প্রার্থী মহিলাকে ১০ টাকা দেয়। পরে আসামিরা শিশুসহ ওই নারীকে শ্মশান ঘাট এলাকায় নিয়ে এসে কাশেম ও বাবুল হোসেন ধর্ষণ করে। বিষয়টি ওই এলাকার দুলাল হোসেন দেখে ফেলে। পরে সে হুমকি দিলে কাশেম ওই নারীর গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে দুলাল হোসেন কোদাল দিয়ে শিশুটির মাথায় আঘাত করে হত্যা করে। পরে লাশ দড়িগাঁও কবরস্থান এলাকার পুরাতন গর্তে মাটি চাপা দিয়ে রাখে। পরে এলাকার লোকজন লাশ দুটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এই ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। আসামি বাবুল হোসেন গ্রেপ্তার হলে হত্যার দায় স্বীকার করে এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পুলিশ ওই তিন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। আদালতে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন