রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মা-স্ত্রীর সঙ্গে শেষ কথোপকথনে যা বলেছিলেন র‍্যাবের গোয়েন্দা প্রধান

জঙ্গিদের বোমায় গুরুতর আহত র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে সুস্থ করতে দেশের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা কাজে লাগানো হয়েছিলো । সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের বিশেষায়িত চিকিৎসক ছাড়াও দেশের সর্বোচ্চ মানের সেবা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএএমএইচ) এ রেখে চিকিৎসা দেয়া হয় তাকে। কিন্তু মৃত্যুর সাথে লড়াই করে সবাইকে কাদিয়ে অবশেষে হার মানলেন চৌকস এই অফিসার।

বৃহস্পতিবারও উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড কর্নেল আজাদের শারীরিক সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করেছিলেন । আজাদের শারীরিক অবস্থা সার্বক্ষণিক মনিটরিং এ ছিলেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমদ। স্বরাষ্ট্র সচিব ও র‍্যাবের মহাপরিচালক সিএমএইচে মেডিকেল বোর্ডের সভায় ছিলেন।

এদিকে কর্নেল আজাদের স্ত্রী সুরাইয়া সুলতানা শর্মি দেশবাসীর কাছে তার স্বামীর সুস্থতার জন্যে দোয়া চেয়েছিলেন । স্বামী আজাদ সুস্থ হয়ে উঠে আবার নিজ দায়িত্বে যোগ দেবেন এমনটাই প্রত্যাশায় বুক বেধেছিলেন স্ত্রী শর্মি । সবাইকে হতাশ করে বৃহস্পতিবার রাতে না ফেরার দেশে চলে যান র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ।

এর আগে মা সায়েদা করিম গ্রামের বাড়ি থেকে ডাক্তার দেখাতে ঢাকায় আজাদের বাসায় এসেছিলেন। তার চোখে সমস্যা। কথা ছিলো আজাদ তাকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন। খাবার টেবিলে বসে বলছিলেন আমার এখন জরুরি কাজ, সিলেটে চলে যাব। দোয়া করো আমার জন্য। মা সায়েদা করিম বলেছিলেন, ‘যাও বাবা। দোয়া করি তোমার জন্য। ’ সায়দা করিম আশায় ছিলেন তার সন্তান ফিরে আসবে। তাকে নিয়ে চিকিৎসকের কাছে যাবে।

একটি জাতীয় দৈনিকের সাথে আলাপকালে আজাদের স্ত্রী সুমাইয়া সুলতানা শর্মি জানান, আজাদের ব্যস্ততার শেষ ছিলো না। প্রায়ই দেশের বিভিন্নস্থানে যেতে হতো তাকে। সেদিন বনানীর সেনানিবাস এলাকার বাসা থেকে বের হওয়ার সময় স্ত্রী শর্মি তার পিছু পিছু গিয়েছিলেন লিফট পর্যন্ত। যেতে যেতে আজাদ বলেছিলেন, বাচ্চাদের দিকে খেয়াল রেখো। সিলেটের অবস্থা ভালো না। আমার দুই একদিন দেরি হতে পারে।

শর্মি জানান, বাইরে কোথাও গেলে আজাদ অন্তত একবার কল দিতেন। কিন্তু সেদিন আজাদ কল দেননি। দুপুরের দিকে শর্মি নিজেই কল করেছিলেন আজাদের ফোনে। কিন্তু তা আর রিসিভ হয়নি। লে. কর্ণেল আজাদের মা, স্ত্রী ও সন্তানেরা অপেক্ষায় ছিলেন তিনি ফিরে আসবেন। তিনি ফিরে এসেছেন ঠিকই। কিন্তু লাশ হয়ে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন

সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার

এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন

  • বিশ্ব অর্থনীতির তালিকায় জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া
  • ডাক ও টেলিযোগাযোগ খাতে এডিপি বাস্তবায়ন শতভাগ
  • এডিবি ২৫ কোটি ডলার ঋণ দেবে সামাজিক নিরাপত্তায়  
  • ত্রিভুজ ক্ষমতাকাঠামোর অধীনে প্রণীত ত্রিশঙ্কু বাজেট
  • ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার
  • নিজ ভূমি অধিকার সুনিশ্চিত করলে তা জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হয় : ভূমিমন্ত্রী
  • বছরের শেষের দিকে মূল্যস্ফীতি কমে আসবে: অর্থমন্ত্রী
  • এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণ বেড়েছে ৪১ শতাংশ
  • ‘মুক্ত বিনিয়োগ নীতি গ্ৰহনে পাচারকৃত অর্থ ফেরানোর সুযোগ রয়েছে’
  • বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি খলীকুজ্জমান, সম্পাদক আইনুল
  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • দেশের রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলার