মিথ্যাবাদী ধরতে তিন সূত্র জেনে রাখুন
১. দরকার মৌলিক বোধশক্তি
বিশেষজ্ঞদের মতে, মিথ্যাবাদীকে ধরতে জাদু-মন্তর দরকার নেই। বক্তার কথা ও আচরণেই অনেক ফাঁকফোকর থাকে। সেগুলোই ধরতে হবে। মিথ্যা বলার সময় ব্যক্তি সাধারণত কী ধরনের আচরণ করে—সে সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে। ভিত্তি গড়ে উঠলে ২০-৩০ সেকেন্ডের পর্যবেক্ষণেই অনেক কিছু চিহ্নিত করা সম্ভব। যেমন, চেহারায় আতঙ্কভাব ফুটে ওঠা মিথ্যাবাদীর সাধারণ একটি লক্ষণ।
২. চেহারায় পরিবর্তন
কথা ও ব্যাকরণের অসামঞ্জস্যপূর্ণ পরিবর্তনের দিকে নজর দিন। মিথ্যা বলার সময় চুলে হাত দেওয়া, জবাব দিতে অস্বীকৃতি জানানো, হঠাৎ বিষয় ও গলার স্বরে উত্থান-পতন, কোনো প্রশ্নের প্রতিবাদ জানাতে হাত নাড়াচাড়া করা মিথ্যাবাদীর সহজাত অঙ্গভঙ্গি। অবশ্য অনেক ‘পেশাদার’ মিথ্যাবাদী এগুলো করে না।
৩. জড় পদার্থের মতো আচরণ
মিথ্যা বলার সময় অনেকে বোধশক্তিহীন বা জড় পদার্থের মতো আচরণ করে। এটা এক সেকেন্ড কিংবা কয়েক সেকেন্ডের জন্য ঘটতে পারে। গবেষণায় দেখা গেছে, বড় ধরনের মিথ্যা বলার সময় মানুষ যেন পাথর হয়ে যায়। আবার তাদের হাসির মাঝেও সূত্র লুকিয়ে থাকে। সত্যিকারের হাসির বিস্তৃতি চোখ পর্যন্ত। কিন্তু মিথ্যা হাসির সীমানা সাধারণত ঠোঁট পর্যন্ত হয়।
–হিন্দুস্তান টাইমস অবলম্বনে
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন