‘মিনা দুর্ঘটনায় কোন ক্ষতি পূরণ দেয়নি সরকার’
ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানিয়েছেন,পবিত্র হজে ক্রেন ও মিনা দুর্ঘটনায় হতাহতদের ক্ষতি পূরনে বাংলাদেশ সরকার এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। এবছর হজের সময় ক্রেন ও মিনা দুর্ঘটনায় মোট ১৪৫ জন বাংলাদেশি হাজী মারা গেছেন।
সোমবার জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি জানান, এবারের হজ মৌসুমে সৌদি আরবে মৃত্যুবরণকারী বাংলাদেশী কোন হজ যাত্রীর লাশই দেশে আসেনি।
সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছের (কক্সবাজার-১) এক প্রশ্নের জবাবে ধর্ম বিষয়ক মন্ত্রী বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিশু ও গণশিক্ষা কর্মসূচী চালুর পর হতে এ পর্যন্ত মোট ১ কোটি ৩৩ লাখ ২ হাজার ১৫০জনকে ধর্মীয় মূল্য বোধের ভিত্তিতে শিক্ষা প্রদান করা হয়েছে।
মতিউর রহমান বলে, যেসকল হাজী মারা গেছেন তাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ রাখছি । কিছু দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিব।
এই সংক্রান্ত আরো সংবাদ
 
	‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
 
	৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
 
	নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













