‘মিনা দুর্ঘটনায় কোন ক্ষতি পূরণ দেয়নি সরকার’
ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানিয়েছেন,পবিত্র হজে ক্রেন ও মিনা দুর্ঘটনায় হতাহতদের ক্ষতি পূরনে বাংলাদেশ সরকার এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। এবছর হজের সময় ক্রেন ও মিনা দুর্ঘটনায় মোট ১৪৫ জন বাংলাদেশি হাজী মারা গেছেন।
সোমবার জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি জানান, এবারের হজ মৌসুমে সৌদি আরবে মৃত্যুবরণকারী বাংলাদেশী কোন হজ যাত্রীর লাশই দেশে আসেনি।
সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছের (কক্সবাজার-১) এক প্রশ্নের জবাবে ধর্ম বিষয়ক মন্ত্রী বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিশু ও গণশিক্ষা কর্মসূচী চালুর পর হতে এ পর্যন্ত মোট ১ কোটি ৩৩ লাখ ২ হাজার ১৫০জনকে ধর্মীয় মূল্য বোধের ভিত্তিতে শিক্ষা প্রদান করা হয়েছে।
মতিউর রহমান বলে, যেসকল হাজী মারা গেছেন তাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ রাখছি । কিছু দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিব।
এই সংক্রান্ত আরো সংবাদ
সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপকবিস্তারিত পড়ুন
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের স্বর্ণের দামবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়কবিস্তারিত পড়ুন