মিরপুরে অজ্ঞান পার্টির কবলে কিশোর, খোয়ালো অটোরিকশা

রাজধানী মিরপুরের দিয়া বাড়িতে অজ্ঞান পার্টির কবলে পড়ে ব্যাটারি চালিত অটো রিক্সা খুইয়েছে মোঃ বিজয় (১৬) নামে এক কিশোর।
সোমবার (১০ জুন) সন্ধ্যা সাতটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার পাকস্থলী ওয়াশ দিয়ে ৬০১ নং ওয়ার্ডে ভর্তি দেন।
জানা গেছে, কিশোর বিজয় বরিশালের ঝালকাঠি থানার ডামুডা গ্রামের খোকন মিয়ার ছেলে। বর্তমানে মিরপুর এলাকায় পরিবারের সাথে ভাড়া থাকে।
তাকে হাসপাতালে নিয়ে আসা বাবা খোকন মিয়া জানান, আমার ছেলে ব্যাটারি চালিত অটোরিক্সার চালক। আজ দুপুরের দিকে খবর পেয়ে মিরপুরের দিয়াবাড়ি গরুর হাটের পাশের রাস্তা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে আমরা জানতে পারি যাত্রীবেশে থাকা দুই যাত্রী দিয়াবাড়ি গরুর হাটে যাওয়ার কথা বলে তার রিকশায় ওঠে। পরে গরুর হাটে নিয়ে গিয়ে তাকে ভাত খেতে বলে। ভাত খাওয়ার পর প্রতারক চক্ররা চায়ের সাথে নেশা জাতীয় কিছু মিশিয়ে খাওয়ালে অচেতন হয়ে পড়ে খোকন। পরে রাস্তার পাশে তাকে ফেলে রেখে অটো রিক্সাটি নিয়ে যায় ওই প্রতারক চক্ররা। বিকেলের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তার পাকস্থলী ওয়াশ দিয়ে ভর্তি দেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এস আই) মাসুদ জানান, আজ সন্ধ্যার দিকে মিরপুর থেকে অচেতন অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরে জরুরী বিভাগে তার পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন ভবনের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি দেন জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন