মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি মামলা: হাইকোর্টের আদেশ বহাল
প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া আদেশ স্থগিত হয়নি। হাইকোর্টের দেওয়া ওই আদেশ স্থগিত চেয়ে দুদকের করা আবেদনটি আগামী ৮ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি মো. নিজামুল হক এ দিন ধার্য করেন।
দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে দুদকের করা আবেদনটি ৮ জানুয়ারি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন চেম্বার বিচারপতি। ফলে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত বহাল থাকছে।
মির্জা আব্বাসের করা এক আবেদনের শুনানি নিয়ে ১৪ ডিসেম্বর হাইকোর্ট রুল দেওয়ার পাশাপাশি ওই মামলাটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। এ আদেশ স্থগিত চেয়ে দুদক আবেদন করে, যা মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য আসে। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আব্বাসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী সগীর হোসেন।
আইনজীবী সূত্র বলেছে, সাংবাদিকদের জন্য মিরপুরে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মির্জা আব্বাস ও তৎকালীন গণপূর্তমন্ত্রী আলমগীর কবিরসহ পাঁচজনের বিরুদ্ধে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় মামলাটি করে দুদক। এতে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলায় গত ২০ অক্টোবর মির্জা আব্বাসসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। এ অভিযোগ গঠনের বিরুদ্ধে মির্জা আব্বাস হাইকোর্টে আবেদনটি করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন