মিশার সঙ্গে ভিন্ন রূপে জুটি বাঁধছেন চম্পা
ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা চম্পা শেষ অভিনয় করেছিলেন ‘আরও ভালোবাসব তোমায়’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে একটি ছবি ‘নকশীকাঁথার মাঠ’। চম্পার ভক্তদের জন্য সুখবর হলো, তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। এবার তিনি অভিনয় করবেন রাহুল রওশন পরিচালিত ‘জানরে’ ছবিতে। চম্পার বিপরীতে অভিনয় করবেন মিশা সওদাগর।
গত ২০ এপ্রিল সাভারে শুরু হয়েছে রাহুল রওশন পরিচালিত ‘জানরে’ ছবির শুটিং। ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন নায়ক শিপন ও নিঝুম রুবিনা। ছবির প্রথম অংশের কাজ শেষ হয়েছে, মিশা সওদাগর দেশের বাইরে থাকায় আপাতত বন্ধ আছে ছবির শুটিং। আগামী ঈদের পর আবারও ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
পরিচালক রওশন বলেন, ‘আমরা প্রথম পর্যায়ের শুটিং শেষ করেছি। আরেকটা পর্যায়ের শুটিং এরই মধ্যে করার কথা ছিল; কিন্তু সেটা রোজার ঈদের পর করছি। কারণ আমার ছবির অনেক গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করছেন মিশা সওদাগর। তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন। এর ফাঁকে আমরা গানের কাজগুলো শেষ করছি। রোজায় আমি ভারত যাচ্ছি গানের রেকর্ড করার জন্য।’
নায়িকা চম্পার বিষয়ে জানতে চাইলে পরিচালক বলেন, ‘চম্পা ম্যাডামের সঙ্গে আমাদের এরই মধ্যে কথা চূড়ান্ত হয়েছে। তিনি গল্প ও নিজের চরিত্র পছন্দ করেছে। আশা করছি, রোজার মধ্যে আমরা চুক্তি সম্পন্ন করব। চম্পা ম্যাডামকে দেখা যাবে নায়ক শিপনের মায়ের চরিত্রে। ম্যাডামের বিপরীতে অভিনয় করবেন মিশা সওদাগর।’
শিপন, নিঝুম রুবিনা ও মিশা সওদাগর ছাড়াও ছবিতে
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন