মিষ্টি নায়িকা কৌশানী সম্পর্কে ১০টি তথ্য..!

জন্ম ১৯৯২ সালে, বয়স ২৪।
মডেলিং দিয়ে শুরু কেরিয়ার। ২০১৫ সালে পিসি চন্দ্র গোল্ডলাইট ডিভা খেতাব জেতেন।
মিষ্টি হাসি এবং অভিব্যক্তিপূর্ণ মুখের জন্যই ছবির জন্য পছন্দ করেন পরিচালক রাজ চক্রবর্তী।
পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল থেকে পাশ করেছেন।
সাউথ সিটি কলেজ বি.কম পাশ করেছেন ২০১৩ সালে।
প্রথম ছবি ‘পারব না আমি ছাড়তে তোকে’ এবং প্রথম নায়ক বনি সেনগুপ্ত।
ভরতনাট্যম ডান্সার কৌশানী কিন্তু খুব ভাল হিপ হপ নাচেন।
বৃষ্টি ভালবাসেন কৌশানী এবং পছন্দ করেন ভুট্টা খেতে।
শুধুমাত্র প্রথম ছবির নায়কই নয়, বনি সেনগুপ্ত কৌশানীর খুব ভাল বন্ধুও বটে।
কৌশানীর পরবর্তী ছবি ‘কেলোর কীর্তি’। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অঙ্কুশ। এছাড়া এই ছবিতে রয়েছেন যীশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, নুসরত, দেব এবং রুদ্রনীল।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন