মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী মিষ্টি নিয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বাসায় গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় সাখাওয়াত হোসেনের বাসভবনে যান আইভী।
এ সময় দুই নেতাই নারায়ণগঞ্জের উন্নয়নে পারষ্পরিক সহযোগিতার কথা বলেন। তারা সদ্য শেষ হওয়া নির্বচন নিয়ে কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইভী বলেন, ‘আমি আসছি সৌজন্য সাক্ষাতের জন্য। আমি কথা দিয়েছিলাম, হারি বা জিতি, আমি আসব। আমি প্রতিশ্রুতি রক্ষা করতে এসেছি। ‘
সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন আইভীর সাথে। তিনি আইভীকে পরামর্শ দিয়ে বলেন, ‘নারায়ণগঞ্জের নাম শুনলে মানুষ প্রথমেই মাদক-সন্ত্রাসের অঞ্চল বলে চিহ্নিত করতো আশা করি আপনি এই সমস্যা সমাধান করবেন।’
এই সময় আইভীও তার নির্বাচনী প্রতিজ্ঞা অনুযায়ী কাজ করার অভিব্যক্তি পুনরায় উল্লেখ করেন। সেইসঙ্গে গতবার মেয়র থাকা কালীন অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার অঙ্গিকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ডা. সেলিনা হায়াত আইভী বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে বিশাল ব্যবধানে পরাজিত করেন। মোট ১৭৪ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এতে আইভী পান ১লাখ ৭৪হাজার ৬০২ ভোট আর সাখাওয়াত পান ৯৬হাজার ৭০০ ভোট। এছাড়া, গত ২০১১ সালের ৩০ অক্টোবর প্রথম সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন সেলিনা হায়াত আইভী।
এই সংক্রান্ত আরো সংবাদ

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন

আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন