মুক্তিযুদ্ধের পক্ষের চেতনার জয় হবে : শাহজাহান খান

যে যাই ভাবুক নারায়নগঞ্জের সিটি করপোরেশন নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের চেতনার বিজয় হবে বলে মনে করেন নৌ পরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান। আজ বুধবার রাজধানী সেগুন বাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
এ সময় মন্ত্রী নারায়নগঞ্জের ভোটারদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নৌকাকে শক্তিশালী করার আহ্বান করনে। তাহলে বাংলাদেশ থেকে রাজনৈতিক অস্থিরতা ও জঙ্গিবাদ দূর হবে বলে মনে করেন।
এ ছাড়া যারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে ও গণহত্যা করেছে তাদেরকে বাংলার মাটিতে শাস্তির আওতায় আনা হবে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সে খালেদা জিয়া হোক বা যেই হোক। মো. শাহজাহান খান জানান, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর যে অবদান, তা আলোচনা না করলেও মানুষের মনে গেথে আছে। বঙ্গবন্ধুই মুক্তিযুদ্ধের মহনায়ক ও স্বাধীনতার ঘোষক তা মানুষ জানে।
সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইসহাক খান ও উপস্থাপনা করেন সাধারন সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। এ সময় সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন