মুগ্ধতা হতে চেয়েছিলেন চিকিৎসক, হলেন নায়িকা

তিন বছর থেকেই নাচ শেখেন মুগ্ধতা। মায়ের শখেই বেইলি রোডে তাঁর নাচ শেখা। সেখান থেকেই স্কুল কলেজের অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়া। এরই মধ্যে চলচ্চিত্রে পা রেখেছেন তিনি। দুটি ছবি প্রায় শেষ করে নতুন আরেকটি ছবির মহরত করেছেন। হতে চেয়েছিলেন চিকিৎসক। তাই পরীক্ষাও দিয়েছিলেন মেডিক্যাল কলেজে। সেখানে সুযোগ পাননি। চিকিৎসক হননি তাতে কি? তিনি হয়ে উঠেছেন নায়িকা। এখন তাই হাসপাতালে নয়, চলচ্চিত্রেই কাজ করতে চান মুগ্ধতা।
এ বিষয়ে নবাগত নায়িকা মুগ্ধতা বলেন, ‘সাড়ে তিন বছর বয়স থেকেই নাচ শিখতাম। তারপর স্কুল-কলেজের অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতাম। কিন্তু চলচ্চিত্রে কাজ করব ইচ্ছে থাকলেও কখনো সাহস করিনি। ইচ্ছে ছিল ডাক্তার হবো। কিন্তু মেডিক্যালে ভর্তি হতে না পেরে মাকে বললাম, মা এবার মিডিয়ার শখটা পূরণ করি।’
চলচ্চিত্রে কীভাবে যুক্ত হলেন জানতে চাইলে মুগ্ধতা বলেন, ‘নাম বলতে চাই না- এমন একটা ছবির সংঙ্গে যুক্ত হয়েছিলাম। শুটিংও শুরু হয়েছিল কিন্তু কিন্তু কাজটি শেষ হয়নি। পরিচালক শাফিউদ্দিন সাফি স্যারের সাথে আমার ফেসবুকে পরিচয় ছিল। তিনি নতুন একজন নায়িকা খুঁজছিলেন। আমি অডিশন দিলাম। সেখান থেকে কাজ করা শুরু।’
এখন কী কাজের ব্যস্ততা চলছে জানতে চাইলে মুগ্ধতা বলেন, “এরই মধ্যে সাফি স্যারের ‘মিসকল’ ছবির কাজ শেষ করলাম। গত সপ্তাহে স্যারের আরেকটি ছবির মহরত করলাম, ঈদের পর শুটিং শুরু হবে।
ছবির নাম ‘রাজকুমার’। সাফি স্যারের দুটি ছবিতেই আমার বিপরীতে কাজ করেছেন নায়ক বাপ্পী। এ ছাড়া সোহেল আরমান স্যারের ‘ভ্রমর’ ছবিতে কাজ করেছি। এই ছবিতে আমার বিপরীতে কাজ করেছেন এ বি এম সুমন ভাই। এরই মধ্যে ছবির অর্ধেক কাজ শেষ হয়েছে। আমি ছবিটি নিয়ে অনেক আশাবাদী।”
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন