মুন্সিগঞ্জে বিএনপির অনুষ্ঠানে আ.লীগের হামলা
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ সদর জেলা বিএনপির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে জানা গেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার রাত ৮টার দিকে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন জানান, সদর উপজেলা বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্গন, সুন্দর হস্তাক্ষর আলোচনা সভা ও দিনের শেষে সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওয়মী লীগের কর্মীরা হঠাৎ সংগীতানুষ্ঠান চলাকালীন সময়ে প্রায় অর্ধশত মটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে এসে অতর্কিত হামলা চালায়।
এ সময় বেশ তারা ফাঁকা গুলিও ছোড়ে। এ ঘটনায় আমাদের কয়েক জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলা যুবদলের সহসভাপতি সিরাজ ঢালীকে (৪৫) মারাত্মক ভাবে কুপিয়ে জখম করে তারা। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে পাঠানো হয়।
তবে বিষয়টি অস্বীকার করে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা বলেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ হামলার সঙ্গে জড়িত নয়। বিজয় দিবসে হামলার প্রশ্নই ওঠে না।
তবে স্থানীয় একাধিক সূত্র জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চসারের মুক্তারপুর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। রাতে আওয়ামী লীগ মঞ্চে আলোচনা সভা ও বিএনপির মঞ্চে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন যথারীতি চলছিল।
বিপত্তি ঘটে যখন আলোচনা সভায় দর্শক সংকট দেখা দেয় এবং সঙ্গীতানুষ্ঠানে উপচেপড়া দর্শক জমা হয়। এমতাবস্থায় মুন্সিগঞ্জ শহর থেকে আওয়ামী লীগ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পঞ্চসার ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে নিয়ে এ হামলা চালায়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, হামলা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেকোনো উত্তেজনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। তবে গুলি বর্ষনের ঘটনা ঘটেছে কিনা তা জানা নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন