মুন্সীগঞ্জে গুদাম ঘরে আগুন ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি, আহত ৩
আব্দুল্লাহ আল মাসুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় লাকী ট্রেডার্সের গুদাম ঘরে আগুন লেগে ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুন নিভাতে এবং মালামাল সরাতে গিয়ে ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন- ফরহাদ হোসেন (৬৫), আলমগীর (৪৫) ও জুয়েল (২৫)। স্থানীয় ফার্মেসীতে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল দ্রæত ঘটনাস্থলে এসে এক ঘণ্টাব্যাপী অভিযানের পর আগুন নিয়ন্ত্রণ আসে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় জেলা পরিষদের মার্কেটে আগুনের ধোয়া উঠতে দেখতে পায়। ভিতরে লাকী ট্রেডার্সের আর এফ এল এর প্লাস্টিক মালামাল থাকায় আগুন দ্রæত ছড়িয়ে পড়ে। মূহূর্তেই আগুনের লেলিহান শিখায় প্লাস্টিকের মালামাল গলে পুড়ে যায়। সাথে সাথে দোকানদাররা ফায়ার সার্ভিসে খবর দিলে সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে পৌঁছে। বন্ধ সাটার খুলে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
লাকী ট্রেডার্সের ম্যানেজার ফরহাদ হোসেন জানান, এ দোকান ঘরটি লাকী ট্রেডার্সের গুদাম ঘর হিসাবে ব্যবহৃত হয়। এখানে আর এফ এল প্লাস্টিকের মালামাল থাকে। আগুনে প্লাস্টিকের চেয়ার, টেবিলসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা হবে।
ফায়ার সার্ভিসের এয়ার হাউজ ইন্সপেক্টর মন্টু বিশ্বাস জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি দল। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন