মুন্সীগঞ্জে চালের দাবিতে জেলেদের মানববন্ধন
পদ্মা, মেঘনাসহ নদনদীতে ২২ দিন ইলিশ ধরা নিষেধ থাকলেও নদীবেষ্টিত জেলা মুন্সীগঞ্জের জেলেদের জন্য কোনো বরাদ্দ মেলেনি। অথচ এ সময়ে সরকারের ঘোষণা অনুযায়ী জেলেদের আর্থিক ও খাদ্য সহায়তা পাওয়ার কথা। আর এই সহায়তার দাবিতে মানববন্ধন করেছেন মুন্সীগঞ্জের জেলেরা।
জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মো. আমান উল্লাহ সরকার জানান, জেলা মৎস্য অফিসের নিবন্ধন করা নয় হাজার ৮১৩ জন জেলে ২০ কেজি চালের বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছেন। এদিকে, জেলেরা নদীতে মাছ ধরতে না পেরে ও বরাদ্দকৃত চাল না পাওয়ায় মানবেতর দিনযাপন করছেন।
আজ বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার এলাকার মেঘনার শাখা নদীর পাড়ে জেলেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ মানববন্ধনের নেতৃত্ব দেন জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মো. আমান উল্লাহ।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা ড. আলিয়ুর রহমান বলেছেন, ‘আমার জেলার জেলেরা ইলিশ ধরা বন্ধ মৌসুমে ২০ কেজি করে চালের বরাদ্দ পাননি। তাঁদের এ চাল বরাদ্দ আনার চেষ্টা করা হচ্ছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন