মুন্সীগঞ্জে সংঘর্ষে আরেকজনের মৃত্যু
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের টান-বলাকিচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় আরেকজন মারা গেছেন।
সাত দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার রাতে ইউনুচ মিয়া (৫০) নামে ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউনুচ মিয়া মারা যান।
এর আগে গত ১৪ জুলাই সংঘর্ষের দিন নিহত হয় হোসেন্দী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মো. গোলাপ সরকার (৫০) ও তার ছোট ভাই আইয়ূব আলী সরকার। এ ঘটনায় ছয়জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৫ জন।
ওসি আরো জানান, সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
বালু মহালের ইজারা, বিভিন্ন কোম্পানিকে জমি কিনে দেওয়া এবং শিল্প এলাকায় বালু ভরাটের কাজসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীর আওয়ামী লীগ নেতা হোসেন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন মন্টু ও স্থানীয় যুবলীগ নেতা নাজমুল ইসলামের পক্ষের মধ্যে গত ১৪ জুলাই রাত ৮ টার দিকে সংঘর্ষ হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন