মুন্সীগঞ্জে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মুন্সীগঞ্জ জেলায় লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় খুলনাগামী দুইটি যাত্রীবাহী বাস থেকে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড।
রবিবার (৭ মে) গভীররাত থেকে সোমবার (৮ মে) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
মাওয়া কোস্টগার্ড কমান্ডার খালেকুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শিমুলিয়া ঘাট এলাকায় রবিবার গভীররাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালনা করা হয়। এ সময় খুলনাগামী সুগন্ধা ও গ্রামীণ পরিবহনের যাত্রীবাহী দুইটি বাস থেকে ১১টি বস্তায় ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। মালিক না থাকায় বাসটি ছেড়ে দেওয়া হয়।
তিনি আরো জানিয়েছেন, জব্দকৃ্ত পলিথিন সকাল ১১টার দিকে পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।
মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাহবুবুর আলম জানিয়েছেন, ১১ বস্তায় ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন সমাজকল্যান বিভাগে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। তারা মৃৎ শাখায় এগুলো দিয়ে কারুপণ্য তৈরি করবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে মাওয়া কোস্টগার্ড ৬ বস্তায় ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন