মুন্সীগঞ্জ হাসপাতালে অজ্ঞাত লোকটি কে?
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে নাম-পরিচয়হীন অজ্ঞাত (৪০) এক ব্যক্তি। দেখার কেউ নেই। তার গলায় ক্ষতচিহ্ন। ক্ষতের কারনে ইনফেকশন হয়ে এখন মৃত্যুর সাথে লড়ছেন লোকটি।
বুধবার বিকালে এক দোকানী টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের পশ্চিম পাশের বুড়ি বাড়ী সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেলে হাসপাতালে ভর্তি করেন। তবে তার নাম-পরিচয় কিছু পাওয়া যায়নি। তিনি কথাও বলতে পারছেন না।
তাকে গুরুতর অবস্থায় উদ্ধারকারী পাখি ব্যবসায়ী আনিসুর রহমান শিমুল বলেন, ”গত দুইদিন ধরে তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখি। বুধবার বিকালে তাকে খাবার দিতে যাই, তখন দেখি তার গলায় কিছু একটা হয়েছে। পরে দেখা যায় গলায় ইনফেকশন হয়ে দুর্গন্ধ বের হচ্ছে। ওই সময় আশপাশের লোকজন মিলে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গিবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়। থানা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করতে বলে। এসময় টঙ্গিবাড়ী বাজার ও আশপাশের গ্রাম থেকে টাকা তুলে রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মো. সৈবাল বশার বলেন, অজ্ঞাত এই লোকটির অবস্থা গুরুতর। দ্রুত চিকিৎসা দেয়া না হলে যে কোন সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে। লোকটির গলার ক্ষতের কারনে পুরো গলায় ইনফেকশন ছড়িয়ে পড়েছে। যা খুব গুরুতর। দ্রুত ঢাকায় নিয়ে চিকিৎসা দিতে হবে। আর না হলে লোকটিকে বাঁচানো যাবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন