মুশফিক পাগল বলার পর অাসিফ যা বললেন

এবারের বিপিএলে সবচেয়ে আলোচনায় এসেছে সঙ্গীতশিল্পী আসিফ আকবর ও রবিশাল বুলস’র অধিনায়ক মুশফিকুর রহিমের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে কিছুটা পানি ঢেলে ঠান্ডা মাথায় মুশফিকের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ।
মুশফিকের পাগল বলাকে বাংলা গানের ‘যুবরাজ’ হাসিমুখে মেনে নিয়ে লিখেছেন, ‘আমার মরহুমা আম্মা আমাকে পাগলা ডাকতেন। আব্বা মারা যাওয়ার সাথে সাথেই উনার মুখ থেকে অস্ফুট স্বরে একটা শব্দ বেরিয়ে ছিলো আমার পাগলটা চলে গেলো । আমার পাগলা ফ্যান গ্রুপ, পরিবার, বন্ধু বান্ধব সহ যারা আমাকে চেনেন, তাদের দৃষ্টিতে আমি পাগলই । এ শব্দটাকে আমি ভালবাসি, কারণ আমাকে যারা ভালবাসেন তারাই আমাকে পাগল বলেন। বাংলাদেশের টেষ্ট দলের গর্বিত অধিনায়ক গতকাল আমাকে এই নামেই ডেকেছে, এতে আমি একদম রাগ করিনি, কষ্টও পাইনি বরং খুশী ।
নিজেকে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের ফ্যান বলে দাবি করে লিখেন, মুশফিকুর রহিম আমাদের প্রিয় মুশি দেশের ক্রিকেটের অপরিহার্য অংশীদার । ক্রিকেট পাগল বাংলাদেশ সব সময় মিঃ ডিপেন্ডেবলের ব্যাটের দিকে তাকিয়ে থাকে । কারো উপর ভরসা থাকলেই কেবল মাত্র এধরনের প্রত্যাশা করা যায়, মুশি ঠিক তাই । বাংলাদেশের ক্রিকেট মুশির কাছ থেকে আরো অনেক কিছু পাবে ইনশাল্লাহ। আমি কোনভাবে তাকে বিরক্ত করে দেশীয় ক্রিকেটের ক্ষতি করতে চাইনি ।
ক্রিকেটের প্রতি মুশির ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলা হবে সম্পূর্ন ভাবে অর্বাচীনের কাজ। আমার পোস্টে যা লিখেছি তা ছিলো আমার ব্যক্তিগত মতামত, পর্যবেক্ষণ । আমার বাবা-মা মারা গেছেন আরো আগে । মুশির বাবা একজন ক্রিকেট লাভার পরহেজগার মানুষ, সে নিজেও একজন ধার্মিক মানুষ। কিছু কথার কারণে তৃতীয় কেউ আমাদের বাবা-মাকে গালি দিচ্ছে, এটা খুব পীড়াদায়ক, তবে আমার ফ্যানরা ভদ্রভাবেই ব্যাপারটা ডিল করেছে। মুশির প্রতি আমার কোনো রাগ নেই, আমি তাকে অনেক ভালবাসি। দুয়েকদিনের মধ্যে আমি মুশির সাথে সেলফি তুলবো ইনশাল্লাহ। যদি বেশি ভুল করে থাকি প্রয়োজনে সরাসরি সরি বলবো।
ভক্তদের উদ্দেশ্যেও আসিফ লিখেন, সবাইকে বলতে চাই এই বিষয়টা নিয়ে অনুগ্রহ করে ঠান্ডা থাকুন । মুশফিক আমাদের জাতীয় সম্পদ, সাধারণ নাগরিক হিসেবে তাকে আমরা সবাই ভালবাসি। জয় হোক ক্যাপ্টেনের , জয় হোক ক্রিকেটের।
প্রসঙ্গ, বিপিএল আসরের অন্যতম দল বরিশাল বুলস টানা পাঁচ ম্যাচ হেরে কুপোকাত। এর মধ্যে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনে আগুনে ঘি ঢেলে দিলেন দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সংগীতশিল্পী আসিফ আকবর।
এ নিয়ে আসিফ তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটসও দেন। এর পরই আজ মঙ্গলবার টানা ষষ্ঠ ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে জনপ্রিয় এ সংগীতশিল্পীকে পাগল বলে মন্তব্য করেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন