মুসলিম বিদ্বেষ বাড়ছে: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস উপলক্ষে এক লিখিত বক্তব্য দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।
শুক্রবার এক বিবৃতিতে হলোকাস্টের ভিকটিমদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, হলোকাস্টের ব্যাপারে এমন ভাবাটা মারাত্মক ভুল যে, এটা শুধুমাত্র ঘৃণিত নাৎসি বাহিনীর উম্মাদনার ফল ছিল এবং হলোকাস্ট ছিল ইহুদিদের লক্ষ্য করে বৈষম্য ও বিদ্বেষের চরম বহিঃপ্রকাশ।
তিনি বলেন, ইহুদি বিদ্বেষ এখনো বেড়েই চলেছে। আমরা আরও লক্ষ্য করছি এর সঙ্গে বাড়ছে চরমপন্থা, জনভীতি, বর্ণবাদ ও মুসলিম বিদ্বেষ। অযৌক্তিকতা ও অসহিষ্ণুতাও ফিরে এসেছে।
গুতেরেস বলেন, এগুলো জাতিসংঘ সনদ ও মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় উল্লিখিত মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।
তিনি বলেন, মানবতা যখন হুমকির মুখে, তখন আমরা নীরব বা উদাসীন থাকতে পারি না। অত্যাচারিতকে সর্বদাই আমাদের সুরক্ষা দিতে হবে এবং অত্যাচারীকে বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, বিংশ শতাব্দীতে হলোকাস্টের মতো ভীতিকর ঘটনার পর একবিংশ শতাব্দীতে এসে বিশ্বে যেন অসহিষ্ণুতা ও বিদ্বেষের কোনো জায়গা না থাকে।
বিদ্বেষ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘জাতিসংঘের মহাসচিব হিসেবে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ইহুদি বিদ্বেষ ও অন্য সব ধরনের বিদ্বেষের বিরুদ্ধে সংগ্রামে আমি সামনের সারিতে থাকব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন