মুসলিম সেজে বিয়ে, অতঃপর ১৭ লাখ টাকা লুট,জানুন এই বিশ্ব প্রতারকের ঘটনাটি।
মুসলমান সেজে প্রবাসী বিধবা এক মহিলাকে বিয়ে করে স্বর্ণালঙ্কারসহ নগদ ১৭ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে নৃপেন্দ্র দত্ত নামে এক প্রতারককে আটক করেছে নরসিংদীর পলাশ থানা পুলিশ।
রোববার সকালে পলাশ উপজেলার দড়িহাওলাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, ওই এলাকার বসন্ত দত্তের ছেলে নৃপেন্দ্র দত্ত জর্ডানের একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরিরত অবস্থায় মুসলমান সেজে নার্গিস
বেগম নামে এক বাংলাদেশি প্রবাসী বিধবা মহিলাকে বিয়ে করে। বিদেশে থাকাকালে নিজের নাম পরিবর্তন করে নুর মুহাম্মদ নামে দীর্ঘ ৭ বছর তার সঙ্গে ঘর-সংসার করে।
একপর্যায়ে ব্যবসার কথা বলে ওই মহিলার জমানো ১৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে দুই মাস আগে বাংলাদেশে পালিয়ে আসে।
ভুক্তভোগী নার্গিস বেগম জানান, বিদেশে কর্মরত সহকর্মীদের থেকে বাংলাদেশে যাওয়ার বিষয়টি জানতে পারি।
পরে আমি বাংলাদেশে এসে তার গ্রামের বাড়িতে গিয়ে জানতে পারি সে মুসলিম না। তার নাম নৃপেন্দ্র এবং সেখানে তার স্ত্রী, সন্তানও রয়েছে।
তখন আমার টাকা পয়সা ফেরত চাইতে গেলে সে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে। ভুক্তভোগী নার্গিস বেগমের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায়।
তিনিও জর্ডানে একই কোম্পানিতে চাকরি করতেন। প্রতারক নৃপেন্দ্রের জর্ডানে থাকা অবস্থায় দাড়ি ছিল। বাংলাদেশে এসেই সে দাড়ি কেটে ফেলে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন