মুস্তাফিজকে নিয়ে সতর্ক জিম্বাবুয়ে
গত জুনে মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে ওয়ানডে সিরিজে নাকাল হয়েছিল ভারত। পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়েও বড় অবদান ছিল এই বাঁহাতি পেসারের। ছয় ম্যাচে ১৮ উইকেট নিয়ে ক্রিকেট-দুনিয়ায় হৈচৈ ফেলে দেওয়া মুস্তাফিজকে নিয়ে তাই ভীষণ সতর্ক জিম্বাবুয়ে। সফরকারী দলটির অধিনায়ক এল্টন চিগুম্বুরা জানিয়েছেন, মুস্তাফিজের মতো উইকেটশিকারি পেসারের জন্য আলাদা পরিকল্পনা নিয়েছেন তাঁরা।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে চিগুম্বুরা বলেন, ‘মুস্তাফিজ ভালো বোলার। তার মতো বোলারকে সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে। তাকে নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে আমাদের। তবে শুধু মুস্তাফিজ একা নয়, বাংলাদেশের পুরো বোলিং আক্রমণই শক্তিশালী। তাদের বিপক্ষে আমাদের সতর্কভাবেই খেলতে হবে।’
বৃহস্পতিবার একমাত্র প্রস্তুতি ম্যাচ বিসিবি একাদশকে হারিয়ে জিম্বাবুয়ে উজ্জীবিত। তবে প্রথম ওয়ানডেতে জয় পেতে হলে আরো অনেক ভালো খেলতে হবে বলে মনে করেন জিম্বাবুয়ের অধিনায়ক, ‘ঘরের মাঠে বাংলাদেশ খুবই শক্তিশালী দল। প্রস্তুতি ম্যাচের জয় প্রেরণা জোগাবে ঠিকই, তবে শনিবার জিততে হলে সেই ম্যাচের চেয়েও ভালো খেলতে হবে আমাদের।’
জিম্বাবুয়ের বর্তমান কোচ ডেভ হোয়াটমোর প্রায় চার বছর বাংলাদেশেরও কোচ ছিলেন। এতে বাড়তি সুবিধা পাওয়া যাবে কি না এমন প্রশ্নের জবাবে চিগুম্বুরা বলেন, ‘এখন যাঁরা বাংলাদেশ দলে খেলছেন, তাঁদের অনেকেরই কোচ ছিলেন তিনি। এটা আমাদের জন্য বাড়তি সুবিধাই বটে। কারণ কোচের কাছ থেকে বাংলাদেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার সম্পর্কে ধারণা পাচ্ছি আমরা। তা ছাড়া আমাদের অনেক ক্রিকেটারও ঢাকার ঘরোয়া ক্রিকেটে খেলে। তাদেরও স্বাগতিক ক্রিকেটারদের সম্পর্কে একটা ধারণা আছে। সেটা আমাদের যথেষ্ট কাজে আসবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন